Header Ads Widget

Responsive Advertisement

Class 8, Agriculture (MCQ) - বিষয়ঃ কৃষি শিক্ষা (বহুনির্বাচনী) বিষয় কোডঃ ১১৩

                                                    শরিয়ালা ইসলামিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা
                                                              মডেল টেষ্ট পরীক্ষা-২০১৭ইং
                                   বিষয়ঃ কৃষি শিক্ষা (বহুনির্বাচনী)                         বিষয় কোডঃ ১১৩
                                           সময়ঃ ৩০মিনিট                শ্রেণীঃ ৮ম            পূর্ণমানঃ ৩০

                                                                (প্রত্যেক প্রশ্নের মান সমান)
১। শীতকালীন মাশরুমের জাত কোনটি?
    (ক) ঋষি          (খ) স্ট্র         (গ) মিল্কি       (ঘ) বাটন
২। মাদ্রাসার শিক্ষার্থীদের কার্যক্রমে-
    র. পরিবেশ সংরক্ষণ হবে         রর. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে
    ররর. পশুপাখির খাদ্যের অভাব মিটবে
    নিচের কোনটি সঠিক?   
   (ক) র ও রর      (খ) র ও ররর     (গ) রর ও ররর      (ঘ) র, রর ও ররর 
৩। ৮ শতকের একটি পুকুরে কতটি সড়পুটি ছাড়া যাবে?
   (ক) ৭২         (খ) ৫৬         (গ) ৪২            (ঘ) ২৭
৪। ধান গবেষনা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
   (ক) ঢাকা        (খ) ঈশ্বরদী     (গ) শ্রীমঙ্গল     (ঘ) গাজীপুর
৫। মাছগুলো কোন গ্রেডের?
   (ক) উত্তম        (খ) মাঝারি     (গ) নি¤œমানের   (ঘ) সস্তোসজনক
৬। জমিতে গুটি ইউরিয়া সার ব্যবহার-
   র. গাছের শিকর ক্ষতিগ্রস্থ হয়          রর. নাইট্রোজেন সাশ্রয় হয়
   ররর. ফলন ১৫-২০ ভাগ হ্রাস পায়
   নিচের কোনটি সঠিক?
   (ক) র ও রর      (খ) র ও ররর     (গ) রর ও ররর      (ঘ) র, রর ও ররর
৭। রহিমা ডিমগুলো কয়দিন সংরক্ষণ করতে পারবেন?
   (ক) ৩-৫        (খ) ৫           (গ) ৭            (ঘ) ৫-৭
৮। উচ্চ ফলনশীল গমের জাত-
   (ক) প্রদীপ       (খ) বাজহিল    (গ) ঋষি         (ঘ) ফুলকড়ি
৯। প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদান কোনটি?
    (ক) লবনাক্ততা   (খ) ঘূর্ণিঝড়     (গ) অনাবৃষ্টি    (ঘ) শিলাবৃষ্টি
১০। কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে?
    (ক) ১৯৬০       (খ) ১৯৬১      (গ) ১৯৬২       (ঘ) ১৯৬৩
১১। খুরারোগ কোন ধরনের রোগ?
    (ক) বায়ুবাহিত    (খ) পানিবাহিত   (গ) ছত্রাকজনিত   (ঘ) সংক্রমক
১২। ফিনাইল কী ধরনের ঔষধ?
    (ক) প্রতিষেধক    (খ) জীবাণুনাশক   (গ) ব্যথানাশক    (ঘ) ভিটামিন
১৩। মোজাইক রোগ হয় যে ফসলে-
    র. ধান            রর. ঢেঁড়শ           ররর. মুগ
    নিচের কোনটি সঠিক?
    (ক) র ও রর      (খ) র ও ররর     (গ) রর ও ররর      (ঘ) র, রর ও ররর
১৪। কোন সার মাটিতে অত্যন্ত ক্ষণস্থায়ী?
    (ক) ইউরিয়া      (খ) টি.এস.পি    (গ) এম.ও.পি   (ঘ) কমপোষ্ট
১৫। কৃষকদের উন্নত কৃষি বীজ সরবরাহ করে কোন প্রতিষ্ঠান?
    (ক) ওজজও       (খ) ইঅজও     (গ) ইঅউঈ     (ঘ) ইজঅঈ
১৬। ঔষধি উদ্ভিদ কোনটি?
    (ক) শিমুল        (খ) বহেলা      (গ) মান্দায়        (ঘ) হোগলা
১৭। কোন মাছ স্বল্প সময়ে উৎপাদন করা যায়?
    (ক) তেরাপিয়া    (খ) রুই        (গ) চিংড়ি          (ঘ) কাতলা
১৮। সবচেয়ে কোম পানি ব্যবহার করে উত্তম সেচ পদ্ধতি কোনটি?
    (ক) বর্ষন সেচ    (খ) ডিপ সেচ    (গ) রিং বেসিন    (ঘ) চেফ বেসিন
১৯। নিচের কোন গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে?
    (ক) শাল          (খ) মাদার       (গ) গর্জন         (ঘ)     ২০। বাছুরের পায়ের হার বাঁকা হয়ে যাওয়ার কারন কী?
      (ক) ভাইরাস      (খ) ব্যাকটেরিয়া     (গ) ছত্রাক      (ঘ) পুষ্টিহীনতা
২১। বিশ্বের উন্যতম চাল রপ্তানিকারক দেশ কোনটি?
      (ক) ভিয়েতনাম    (খ) ভারত       (গ) চীন           (ঘ) নেপাল
২২। নিচের কোন কৃষি দ্রব্যটি বাংরাদেশ থেখে ভারতে রপ্তানি হয়?
      (ক) পিয়াজ         (খ) গরু          (গ) ইলিশ        (ঘ) রসুন
২৩। গমের প্রধান শত্রু কোনটি?
       (ক) পাখি           (খ) বিড়াল      (গ) ইঁদুর      (ঘ) মাজরা পোকা
২৪। বিশ্বের সবচেয়ে বড় ডেইরী সমবায় প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?
       (ক) ভিয়েতনাম     (খ) ভারত      (গ) ফিলিপাইন    (ঘ) চীন
২৫। একজন মানুষের ধৈনিক কত গ্রাম মাংস খাওয়া দরকার?
       (ক) ২৪ গ্রাম       (খ) ১১৫ গ্রাম    (গ) ১২০ গ্রাম   (ঘ) ২৫০ গ্রাম
২৬। ফরমাল ডিহ হিড দিয়ে মাটি কী করা হয়?
       (ক) মাটি শোধন                  (খ) বীজ শোধন  
       (গ) রাক্ষুসে মাছ দমন             (ঘ) পোকা দমন
২৭। বীজ তলায় কী প্রয়োগ করা যাবে না?
      (ক) পানি                             (খ) কমপোষ্ট সার   
      (গ) কাাঁচা গোবর                     (ঘ) ইউরিয়া সার
২৮। কখন চিংড়ি দূর্বল থাকে?
      (ক) পোনা মজুদের সময়             (খ) ডিম পাড়ার সময়
      (গ) দৈহিক বৃদ্ধির সময়               (ঘ) খাবার গ্রহনের সময়
২৯। শর্করার প্রধান উৎস কোনটি?
      (ক) ডাল ফসল                        (খ) তেল ফসল
      (গ) দানা ফসল                        (ঘ) সবজি ফসল

Post a Comment

2 Comments

  1. ধন্যবাদ। এত সুন্দর করে লিখার জন্য।
    কৃষি সমবায় - যেখানে কৃষকদের কৃষি কাজ করার জন্য আর্থিক, ও বিভিন্ন সেবা প্রদান করে থাকে। একটি কৃষি সমবায় হল একটি সমিতি যা কৃষি কাজে সম্পৃক্ত মানুষ দ্বারা পরিচালিত হয় এবং প্রাথমিক উদ্দেশ্য হল সদস্যদের আর্থিক, ও কৃষি কাজ জনিত সুবিধা প্রদান করা। কৃষি সমবায়গুলো বিভিন্ন রূপে, বিভিন্ন দেশে, বিভিন্ন উদ্দেশ্য পরিচালনা করে থাকে। এই ব্লগ পোস্টে, আমরা কৃষি সমবায় কি ? কত প্রকার, উদ্দেশ্য ও মূল ভিত্তি কীভাবে এটি কৃষি উৎপাদনকারী এবং ভোক্তাদের সমানভাবে উপকৃত করতে পারে তা অনুসন্ধান করেছি। আমরা বিভিন্ন ধরনের কৃষি সমবায়ের একটি সংক্ষিপ্ত বিবরণ প্রদান করেছি।

    ReplyDelete