Header Ads Widget

Responsive Advertisement

Class 5-History (MCQ)-শ্রেণীঃ ৫ম , বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (MCQ)

                                                                ১ম সাময়িক পরীক্ষা -২০১৭ইং
                                                  শ্রেণীঃ ৫ম                                         বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
                                                 সময়ঃ                                               পূর্ণমানঃ  45

(১) সঠিক উত্তরটি বউত্তরপত্রে লিখঃ                                                                                                    ৪৫
১। মুজিব নগর সরকার শপথ নিয়েছিল কবে?
    (ক) ২৫শে এপ্রিল ১৯৭১            (খ) ১০ ই এপ্রিল ১৯৭১
    (গ) ১৭ই এপ্রিল ১৯৭১            (ঘ) ২ শে এপ্রিল ১৯৭২
২। মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
    (ক) তাজউদ্দিন                    (খ) শেখ মুজিব       
    (গ) মওলানা ভাষানী                (ঘ) সৈয়দ নজরুল ইসলাম
৩। জেড ফোর্সের অধিনায়ক কে ছিলেন?
    (ক) মেজর শফিউল্লাহ                (খ) মেজর খালেদ মোশারফ
    (গ) মেজর জিয়াউর রহমান            (ঘ) কর্ণেল ওসমানী
৪। কোনটি শহীদ বুদ্ধিজীবি দিবস?
    (ক) ৭ই মার্চ         (খ) ২৬শে মার্চ       (গ) ১৭ই এপ্রিল          (ঘ) ১৪ই ডিসেম্বর
৫। ভাষা আন্দোলন হয়েছিল কত সালে?
    (ক) ১৯৪৮        (খ) ১৯৫২    (গ) ১৯৫৪        (ঘ) ১৯৬৫
৬। কত মাস মুক্তিযুদ্ধ স্থায়ী ছিল?
    (ক) ৭ মাস        (খ) ৯ মাস    (গ) ১০ মাস        (ঘ) ১১ মাস
৭। যুদ্ধ পরিচালনার জন্য দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
    (ক) ৯টি        (খ) ১০টি     (গ) ১১টি        (ঘ) ১২টি
৮। বড় বীরত্বসূচক উপাধি কী?
    (ক) বীরশ্রেষ্ঠ        (খ) বীর উত্তম        (গ) বীর বিক্রম    (ঘ) বীর প্রতীক
৯। শেখ মুজিব কবে স্বাধীনতা ঘোষনা করেন?
    (ক) ৭ই মার্চ        (খ) ১৭ই মার্চ         (গ) ২ শে মার্চ       (ঘ) ১৬ই ডিসেম্বর
১০। মুক্তিযুদ্ধের প্রধান যুদ্ধ কৌশল ছিল কোনটি?
    (ক) আত্মঘাতী হামলা                (খ) বিমান যুদ্ধ
    (গ) গেরিলা হামলা                (ঘ) লাঠি যুদ্ধ
১১। মুক্তিযুদ্ধে কারা পাকিস্তানিদের সহায্য করেছিল?
    (ক) সাধারন মানুষ                (খ) মিত্র বাহিনী
    (গ) রাজাকার                    (ঘ) ছাত্র ইউনিয়ন

১২। কবে পলাশীর যুদ্ধ হয়েছিল?
     (ক) ১৭৫৫ সালে                (খ) ১৭৫৬ সালে       
     (গ) ১৭৬৫ সালের ২১শে মার্চ            (ঘ) ১৭৫৭ সালের ২৩শে মার্চ
১৩। বঙ্গভঙ্গ হয়েছিল-
     (ক) ১৯০২        (খ) ১৯০৩    (গ) ১৯০৪    (ঘ) ১৯০৫ সালে
১৪। নবজাগরনের সাথে যুক্ত ছিলেন-
     (ক) ক্ষুদিরাম    (খ) তিতুমির    (গ) মিঠু        (ঘ) ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
১৫। কোন সালে ভারত স্বাধীন হয়?
     (ক) ১৯৪৫        (খ) ১৯৪৭    (গ) ১৯৪৯    (ঘ) ১৯৫০
১৬। কত সালে সিপাহী বিদ্রহ হয়েছিল?
     (ক)১৮৫৪        (খ) ১৮৫৭    (গ) ১৯৪৭    (ঘ) ১৯৪৮
১৭। ছিয়াত্তরের দুর্ভিক্ষ কত সালে হয়?
     (ক) ১৭৫৫         (খ) ১৭৭০    (গ) ১৭৭৬    (ঘ) ১৮৭৬
১৮। ইউরোপীয় বনিকদের মধ্যে সর্বশেষ কারা টিকে ছিল?
     (ক) পর্তুগিজ    (খ) ডাচ্     (গ) ফরাসি    (ঘ) ইংরেজ
১৯। সিরজদ্দৌলার দৌহিত্রের নাম কী ছিল?
     (ক) টিপু সুলতান            (খ) আলিবর্দী খান    
     (গ) খান সাহেব            (ঘ)মীর জাফর
২০। পাকিস্তানের আত্মসমর্পনের তারিখ-
     (ক) ১৪        (খ) ১৫        (গ) ১৬        (ঘ) ১৭ই ডিসেম্বর
২১। বাঁশের কেল্লা নির্মান করেন কে?
     (ক) তিতুমীর        (খ) মিঠু        (গ) সাকীব    (ঘ) নিশ
২২। বাংলার প্রাচীনতম নগর কোনটি?
     (ক) সোনারগাঁও    (খ) বটেশ্বর    (গ) ময়নামতি    (ঘ) মহাস্থানগড়
২৩। কোন জেলায় পাহাড়পুর অবস্থিত?
     (ক) রাজশাহী        (খ) নওগাঁ    (গ) বগুড়া    (ঘ) যশোর
২৪। লালবাগ দূর্গ কিসের তৈরি?
     (ক) ইট        (খ) পাথর    (গ) সুরকি    (ঘ) চিনামাটি
২৫। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
     (ক) মীরজাফর        (খ) গোলাম    (গ) মীর কাসেম         (ঘ) সিরজদ্দৌলা
২৬। পাহাড়পুরে কতটি গোপন কুটির আছে?
     (ক) ১৭৭টি        (খ) ১৭৮টি    (গ) ১৭৯টি     (ঘ) ১৮০টি
২৭। বাংলাদেশে কখন গম চাষ হয়?
     (ক) বর্ষা        (খ) গ্রীষ্ম    (গ) শরৎকালে      (ঘ) শীত
২৮। পৃথিবীর অনেক দেশের প্রধান খাদ্য কী?
     (ক) ভাত        (খ) আলু        (গ) গম        (ঘ) ভুট্টা
২৯। আলু ভাল হয়-
     (ক) দোঁয়শ        (খ) বেলে দোঁয়াশ    (গ) বেলে    (ঘ) এঁটেল মাটি
৩০। সোনালী আঁশ বলে-
     (ক) রেশম        (খ) চা            (গ) পাঠ        (ঘ) তামাক
৩১। জনসম্পদ বলতে কী বুঝায়?
    (ক) অদক্ষ জনগন                (খ) বিত্তবান জনগন   
    (গ) জনগনের সম্পদ                (ঘ) দক্ষ জনগন
৩২। জীবনযাত্রার মান নির্ধারক নয় কোনটি?
    (ক) খাদ্য        (খ) বস্ত্র            (গ) মর্যাদা    (ঘ) চিকিৎসা
৩৩। বাংলাদেশের আমদানী পণ্য কোনটি?
    (ক) বিভিন্ন যন্ত্রপাতি                (খ) পাঠজাত দ্রব্য
    (গ) তৈরি পোষাক                (ঘ) হিমায়িত খাদ্য
৩৪। প্রতি বছর এ দেশে কী পরিমান ধান উৎপন্ন হয়?
    (ক) ২ কো: ৪০ লক্ষ মে: ট:            (খ) ৩ কো: ৮০ লক্ষ মে: ট:
    (গ) ৩ কো: ৪০ লক্ষ মে: ট:            (ঘ) ৪ কো: ৪০ লক্ষ মে: ট:
৩৫। বাংলাদেশের গৃহহীন লোকসংখ্যা কত?
    (ক) প্রায় ৮ লক্ষ                (খ) প্রায় ১০ লক্ষ   
    (গ) প্রায় ৯ লক্ষ                (ঘ) প্রায় ১১ লক্ষ
৩৬। খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি কী?
    (ক) মানবধিকার                (খ) সামাজিক অধিকার
    (গ) মৌলিক অধিকার                (ঘ) অর্থনৈতিক অধিকার
৩৭। আমরা চিকিৎসা সুবিধা পাইনা কেন?
    (ক) ঔষুধের অভাব                (খ) চিকিৎসক কম
    (গ) হাসপাতালের অভাব            (ঘ) কোনটায় নয়
৩৮। ইংরেজ শাসনের ভিত্তি এদেশে কত সালে স্থাপিত হয়?
    (ক) ১৬০১        (খ) ১৬৬৭    (গ) ১৭০৯    (ঘ) ১৭৫৭
৩৯। দেশের অর্থনৈতিক উন্নয়নের উপাদান কয়টি?
    (ক) ১ টি        (খ) ২ টি        (গ) ৩ টি        (ঘ) ৪ টি
৪০। ইংরেজ এদেশে আগমন করে কেন?
    (ক) বানিজ্য করার জন্য            (খ) ধর্ম প্রচারের জন্য
    (গ) চাকরি খোজার জন্য            (ঘ) ভ্রমনের জন্য

৪১। সরক দুর্ঘটনার প্রধান কারন কোনটি?
     (ক) ভাল গাড়ির অভাব            (খ) ভাল রাস্তার অভাব
     (গ) সচেতনতার অভাব            (ঘ) দক্ষ চালকের অভাব
৪২। নারী নির্যাতনের প্রধান প্রভাব কোনটি?
     (ক) মানসিদক ক্ষতি                (খ) শরীরিক ক্ষতি
     (গ) আধ্যাত্মিক ক্ষতি                (ঘ) বিকাশগত ক্ষতি
৪৩। জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারন কোনটি?
     (ক) উচ্চ জন্মহার            (খ) উচ্চ মৃত্যুহার  
     (গ) শিশু মৃত্যুহার            (ঘ) মৃত্যুর তুলনায় জন্মহার বেশি থাকায়
৪৪। বাংলাদেশ প্রতি বছর চা রপ্তানি করে কেন?
     (ক) উৎপাদন বেশি বলে        (খ) দেশের চাহিদা কম বলে
     (গ) বিদেশে চাহিদা বেশি বলে    (ঘ) চায়ের মান উন্নত বলে
৪৫। আহসান মঞ্জিল কোথায় অবস্থিত?
     (ক) ময়নামতি    (খ) সোনারগাঁও        (গ) কুমারটুলি          (ঘ) আরমানিটোলা

Post a Comment

0 Comments