Header Ads Widget

Responsive Advertisement

Class 4, Bangla- শ্রেণীঃ ৫ম, বিষয়ঃ বাংলা

                                                            ১ম সাময়িক পরীক্ষা -২০১৭ইং
                                  শ্রেণীঃ ৫ম                                                     বিষয়ঃ বাংলা
                                         সময়ঃ                                               পূর্ণমানঃ ১০০

নিচের অনুচ্ছেদটি পড়ে ১,২,৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুরোর উত্তর লিখঃ
দেশ স্বধীন হবার পরে এ সকল বুদ্ধিজীবির অনেকের ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজারের বধ্যভূমিতে। আকবার অনেকের কোন সন্ধানই পাওয়া যায়নি।
তাদের স্মরনে প্রতি বছর ১৪ই ডিস্বের আমরা পালন করি “শহিদ বুদ্ধিজীবি দিবস” এদেশের ¯্রষ্টে সন্তান ছিল তাঁরা। তাঁদের প্রানদান আমরা কখনো ব্যার্থ হতে দেব না। আমরা চিরদিন তাঁদের স্মরন করব। দেশের জন্য ত্যাগের মহান আদর্শ স্থাপন করে গেছেন।  আমরা সেই আদর্শ অনুসরন করে নিজেদেরকে যোগ্য মানুষ রূপে গড়ে তুলব। তবেই তাদের ঋন শোধ করা সম্ভব হবে।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ।                                                                                                      ৫
   ক)বুদ্ধিজীবিদের  লাশ কোথায় পাওয়া গিয়েছিল?
    (র) রংপুর        (রর) রাজশাহী    (ররর) মিরপুর বদ্ধভূমি    (রা) চট্রগ্রাম
  খ) ১৪ই ডিসেম্বর আমরা কী পালন করি?
    (র) স্বাধীনতা দিবস    (রর) শহীদ বুদ্ধিজীবি দিবস    (ররর) ভাষা দিবস    (রা) মুক্তি দিবস
  গ) আমরা কাদের ভুলব না?
    (র) শহীদদেরকে     (রর) সাধারণ মানুষকে    (ররর) মুক্তিযোদ্ধাকে      (রা) রাজাকারদের
  ঘ) কয়েকজন বুদ্ধিজীবির নাম হলোঃ
    (র) আরমান         (রর) মুশফিক        (ররর) যুবায়ের    (রা) আনোয়ার পাশা
  ঙ) বধ্যভূমিতে কী থাকে?
        (র) মৃত ব্যাক্তির লাশ      (রর) জীবন্ত মানুষ     (ররর) ঘুমন্ত মানুষ    (রা) জাগ্রত মানুষ

২। শূন্যস্থান পূরন করঃ-                                                                                                                       ৫
   ক) রায়ের বাজার বধ্যভূমিতে ................পাওয়া যায়।
   খ) ১৪ই ডিসেম্বর ................দিবস।
   গ) এ জাতির শ্রেষ্ট সন্তান ছিলেন...............।
   ঘ) তাদের ঋন শোধ করা..........হবে না।
   ঙ) তাঁদের প্রানদান আমরা কখনো ..........হতে  দিবনা।

৩। নিচের যুক্তবর্ন দিয়ে শব্দ তৈরী কর এবং বাক্যে প্রয়োগ করে দেখাও।                                                      ৫
    স্ব, দ্ধ, ম্ব, ম্ভ, ন্ত
৪। নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ                                                                                                         ৫
  ক) কখন  বুদ্ধিজীবির লাশ পাওয়া গিয়েছিল?
  খ) জাতির শ্রেষ্ঠ সন্তান কারা?
  গ) আমরা কাদেরকে চিরদিন স্মরন করব?
  ঘ) আমরা কাদের আদর্শ অনুসরন করব?
  ঙ) শহীদ বুদ্ধিজীবি দিবস ডিসেম্বর মাসের কোন তারিখ?
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখঃ                                                                                                      ৫
     (র)  বেশি শব্দ হলে কী ধরনের সমস্যা দেখা দেয়?
    চলাফেরা করা যায়না / অন্যের কথা শোনা যায় না / শোনা যায় / টিভি দেখা যায় না
    (রর)  শহরের শব্দ দূষনের প্রধান কারন কোনটি?
        কলিং বেল / পশুপাখির গান / গরুর ডাক / মোরগের ডাকে
    (ররর) ফরিওয়াল কীভাবে শব্দদূষন  ঘটায়?
    রাস্তায় কথা বলে / দোকানে কথা বলে / হাটে কথা বলে / গলিপথে হাঁটে আর হাঁকে
    (রা)  পরস্পরের কথা বলার মাধ্যম কোনটি?
    টেলিফোন / টেলিভিশন / রেডিও / কলিংবেল
     (া)  উচ্চ স্বরে হর্ণ বাজালে কিসর ক্ষতি হয়?
    কানের / প্রণীদের / চোখের / মাথার

৬। নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ                                                                                                      ১০
    ক) শব্দদূষন কী?
    খ) শহরে ফেরিওয়ালা কী করে?
    গ) শহরে ঝাঁকে ঝাঁকে কী ডাকে?
    ঘ) ছোটরা কোথা হৈ চৈ করে?
    ঙ) শহরের জীবন জ্বালা কী?
  
৭। কবিতার মূলভাব তোমার নিজের ভাষায় লিখ।                                                                               ৫
৮। নিচের শব্দগুলোর অর্থ লিখঃ                                                                                                      ৫
     পাতিকাক, মুশকিল, ফেরিওয়ালা টেলিফোন, ঝাঁকে ঝাঁকে।

৯। কোনটি কোন পদ তা লিখঃ                                                                                                        ৫
     পরে, চলছে, মাঠ, দেখে, দিন

১০। বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পূণরায় লিখঃ                                                                               ৫
      গ্রামের নাম রসূলপুর মামার বাড়ি কথায় আছে মামার বাড়ি রসের হাঁড়ি আসলেই তাই।

১১। এক কথায় প্রকাশ করঃ                                                                                                               ৫
     সোনালি রঙের লতা, যে নারীর সুন্দর দাঁত আছে, সীমা নেই যার,
      শিক্ষা দেন যিনি, দিনের শেষ ভাগ

১২। নিচের দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ দিয়ে বাক্যগুলো পুনরায় লিখঃ                                           ৫
      (ক) জীব মাত্রই জীবন আছে।        (খ) সিমির আয় অনেক বেশি।
      (গ) মাহিন বাবু ভালো ছাত্র।        (ঘ) নদীটি অনেক বড়।
      (ঙ) মারজিয়া একটি নতুন জামা পড়েছে।


১৩। কবিতার চরনগুলো লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ                                               ৬+১+১+২=১০
        মায়ের ভাষা বাংলা আমার
        গান ফেব্রুয়ারীর
        ছেলের দান শহীদ
        রাতে লেখা আমার ভাইয়ের।

    ক) কবিতার লাইনগুরো সাজিয়ে লিখ।
    খ) চরনগুলো কোন কবিতার অন্তর্গত?
    গ) কবিতাটির কবির নাম কী?
    ঘ) চরনগুলোতে কী প্রকাশ পেয়েছে?

১৪। প্রধান শিক্ষকের নিকট ৩ দিনের ছুটি চেয়ে একটি দরখাস্ত লিখ ।
            অথবা
     তোমার প্রথম সাময়িক পরিক্ষা প্রস্তুতি কেমন হয়েছে সে সম্পর্কে তোমার বন্ধু / বান্ধবীর
     নিকট একটি পত্র লিখ।

১৫। যে কোন একটি বিষয় অবলম্বনে একটি রচনা লিখঃ                                                                       ১২
      (ক) মৃৎশিল্প।
      (খ) তোমার প্রিয় খেলা।
      (গ) তোমার শখ।
      (ঘ) একজন বীরশ্রেষ্ট।

Post a Comment

0 Comments