Header Ads Widget

Responsive Advertisement

Class 3, Mathematical - শ্রেণীঃ ৩য়, গণিত

                                                  ইক্রা মুসলিম শিশু একাডেমী
                                                 ১ম সাময়িক পরীক্ষা -২০১৭ইং
                                              শ্রেণীঃ ৩য়                           বিষয়ঃ গণিত
                                   সময়ঃ                                               পূর্ণমানঃ১০০

১।  নৈব্যক্তিকঃ                                                                                                                     ১০
(১) কতটি শত মিলে এক হাজার হয়?             
    (ক) ১টি        (খ) ১০টি       (গ) ১০০টি                 (ঘ) ১০০০টি
(২) কোন সংখ্যাটি দুই হাজার কুড়ি?
    (ক) ০২২০        (খ) ২২২২       (গ) ২০২০           (ঘ) ২০০০
(৩) কোন চিহ্নের ব্যবহারটি সঠিক হয়েছে?
    (ক) ৪৬৯<৪৯৬    (খ) ৮২৭৯<৮২৭২    (গ) ১৯৯>২০০       (ঘ) ১০০<৯৯
(৪) ৩০৪০+১৬২৭+৪২০১ এর সঠিক যোগফল কত?
    (ক) ৮৮৬৮        (খ) ৮৭৬৮       (গ) ৮৬৬৮        (ঘ) ৯৬৮
(৫) বিয়োজন-বিয়োগফল =কত?
    (ক) বিয়োগ        (খ) বিয়োজ্য      (গ) বিয়োজক         (ঘ) যোগফল
(৬) বিপার বয়স ১৮ বছর এবং তার মায়ের বয়স ৪৮ বছর। বিপার মা বিপার
    চেয়ে কত বছরের বড়?               
   (ক) ২৪ বছর        (খ) ১৬ বছর      (গ) ২৮ বছর        (ঘ) ৩০ বছর
(৭) ৭৫দ্ধ১১=কত?
    (ক) ৬২৫              (খ) ৭২৫    (গ) ৮২৫        (ঘ) ৫৭৫
(৮) ২৮৩দ্ধ২০        ফাঁকা ঘরে কোনটি বসবে?
    (ক) ৫৬৬০        (খ) ৬৬৫০    (গ) ৬০৫৬        (ঘ) ৫০৬৬
(৯) তিন অংকের সংখ্যাকে দুই অংকের সংখ্যা দ্বারা গুন। সঠিক কোনটি?
    (ক) ২০০দ্ধ৩০০     (খ) ৩০০দ্ধ২০০    (গ) ৮৮দ্ধ৩২০    (ঘ) ৪৪২দ্ধ১০
(১০) “ফোঁটা” এর অপর নাম কী?
    (ক) বিন্দু        (খ) তল           (গ) রেখা          (ঘ) কোন

২। সংক্ষেপে উত্তর দাওঃ
    (ক) ৯১০০ এ কয়টি শতক আছে?                            ১
    (খ) প্রতীক চিহ্ন দিয়ে শূন্যস্থান পূরন কর।                        ১
       ৭৯৯৯            ৮৯৯৯            ৯৯৯৯
   (গ) ৩৪+২+২৪১+২৩১২=             খালিঘর  পূরন কর।                ২
 
 (ঘ) রেজার ৬৭৮ টি কাগজ আছে। সে সীমাকে ৩৪ টি কাগজ দিল। রেজার
      কতগুলো কাগজ অবশিষ্ট থাকে?                            ২
  (ঙ) ৮৮-১১=৭৭ এখানে বিয়োজন সংখ্যা কোনটি?                    ১
  (চ) ১৪০ক্ক কোনের নাম কী?                                                             ১
  (ঞ) ৬১১, ৬৮৯, ৬৯০, ৬০৯ কে বড় থেকে ছোট ক্রমে সাজাও।                    ২

৩। রেজা ৩ প্যাকেট বিস্কুট ও ৩ প্যাকেট চকোলেট কিনতে চায়। ১ প্যাকেট বিস্কুটের
     দাম ২৩ টাকা এবং ১ টি চকোলেটের দাম ৪৩ টাকা।                   ২দ্ধ৫=১০
    (ক[)বিস্কুট কিনতে রেজার কত টাকা লাগবে?
    (খ) চকোলেট কিনতে রেজার দকত টাকা লাগবে?
    (গ) রেজার মোট কত খরচ হবে?
    (ঘ) রেজার খরচের ১০ গুনে কত টাকা লাগবে?
    (ঙ) রেজা ৫০০ টাকা দোকানদারকে দিলে কত টাকা ফেরত পাবে?

৪। যেকোন চারটি প্রশ্নের উত্তর দাওঃ                 ১০দ্ধ৬=৬০
    (ক) রিমির টাকার ১৪ গুন টাকা নিপুর কাছে আছে। রিমির কাছে ২২৫ টাকা থাকে
        তবে নিপুর কাছে কত টাকা আছে?
    (খ) ১২ এর ঘরের নামতা লিখ।
    (গ) রফিকুল ইসলাম ৪২৫০ টাকা নিয়ে বাজারে গেলেন, বাজার করার পরে তার
         কাছে ৮৯০ টাকা রইল। তিনি কত টাকা খরচ করেছেন?
    (ঘ) যোগ করঃ-   ৪৩৭১        (ঙ) বিয়োগ করঃ- ৫০০০
              ১৬৯২                   -৪৭১
                         ২০৪৯
                       +১৯০৩
    (চ) ওমর মাহফুজ মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে ৬৮০ টাকা, দ্বিতীয় সপ্তাহে
         ১০০০ টাকা এবং তৃতীয় সপ্তাহে ৮৯০ টাকা লাভ করেন। এই তিন সপ্তাহে
         মোট কত টাকা লাভ করেন?
   (ছ) সুমন বই মেলায় প্রথম দিন ৩২৬০ টাকা এবং দ্বিতীয় দিন ৫৭৮৫ টাকার বই
        বিক্রি করেন। দ্বিতীয় দিন কত টাকা বেশি বিক্রি করেন?
   (জ) ৩৯৯, ৪০৯, ৪৮০, ৩৭৯ সংখ্যাগুলোর প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড়
        এবং বড় থেকে ছোট ক্রমে সাজাও।
    (ঝ) ১ম থেকে সংখ্যা ২০শ পর্যন্ত ক্রমবাচক সংখ্যাগুলো কথায় লিখ।
৫। (ক) চিত্রসহ সংজ্ঞা লিখঃ-     (১) রেখা       (২) সমকোন                ১০

Post a Comment

4 Comments