মডার্ণ আইডিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
মহাদেবপুর, নওগাঁ।
মাসিক পরীক্ষা (জানুয়ারি মাস-২০২৬ খ্রিঃ)
শ্রেণিঃ পঞ্চম
প্রাথমিক বিজ্ঞান-১০
১। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: ১×১০=১০
- পরিবেশ কাকে বলে?
- পরিবেশের উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?
- জীব কাকে বলে?
- জড় কাকে বলে?
- আবাসস্থল বলতে কী বোঝ?
- বাস্তুসংস্থান কাকে বলে?
- পরাগায়ণ কাকে বলে?
- প্রাণীর মাধ্যমে কীভাবে বীজ সৃষ্টি হয়?
- বীজের বিস্তরণ কাকে বলে?
- খাদ্য শৃঙ্খল কী?
২। শূন্যস্থান পূরণ কর: ১×৫=৫
- (ক) পরিবেশের উপাদানগুলোকে ........... ভাগে ভাগ করা যায়।
- (খ) প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর ...........।
- (গ) প্রাণীর মৃতদেহ পচে ........... সারে পরিণত হয়।
- (ঘ) উদ্ভিদ সূর্য থেকে ........... পায়।
- (ঙ) একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে ........... তৈরি করে।
৩। জড় বস্তুর পরাগায়নের ফলে কী ঘটে? ৩টি বাক্যে লিখ। ৫
উঃ ............................................................................................................................
ইসলাম ও নৈতিক শিক্ষা-২০
৪। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর: ১×৫=৫
- ঈমান শব্দের অর্থ কী?
- সার বিশ্বের পালনকর্তা কে?
- আমাদের দ্বীনের নাম কী?
- আমরা কী বলে আল্লাহর শোকর আদায় করি?
- আখিরাত মানে কী?
৫। শূন্যস্থান পূরণ কর: ১×৫=৫
- (ক) আনুগত্যের জন্য ............ প্রয়োজন।
- (খ) আল্লাহ তায়ালার গুণে ............ গুণান্বিত করতে হবে।
- (গ) আল্লাহ তায়ালা আমাদের ............।
- (ঘ) আমরা একমাত্র আল্লাহ তায়ালার ............ করব।
- (ঙ) আমরা কথা দিয়ে কথা ............।
৬। প্রশ্নের উত্তর দাও: ২×৫=১০
(ক) মুমিন কাকে বলে? ইমানের ফল কী?
(খ) সারা বিশ্বের পালনকর্তা কে? আল্লাহ তায়ালার ৫টি গুণের নাম লিখ।
বাংলা-২৫
৭। শব্দার্থ লিখ: ১×৫=৫
সৌভাগ্য, প্রকৃতি, বৈচিত্র্য, বেলাভূমি, স্বজন
৮। শূন্যস্থান পূরণ কর: ২×৫=১০
- (ক) আমাদের ............ যে আমরা এ দেশে জন্মেছি।
- (খ) আমাদের দেশে রয়েছে সুন্দর ............।
- (গ) কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের ............।
- (ঘ) একই দেশ অথচ কত ............।
- (ঙ) দেশকে ভালোবাসার মধ্য দিয়েই ............ হয়ে উঠবে আমাদের জীবন।
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-২০
১০। প্রশ্নগুলোর উত্তর দাও: ২×১০=২০
- মহাস্থানগড় কোথায় অবস্থিত?
- উয়ারী বটেশ্বর কী?
- পাহাড়পুর কোথায় অবস্থিত?
- পাহাড়পুর কখন ও কার আমলে নির্মিত হয়?
- পাহাড়পুরে কয়টি ভিক্ষু কক্ষ আছে?
- মানিক চন্দ্রের ঢিবি নাম কী?
- চারটি ঐতিহাসিক স্থানের নাম লিখ।
- কত সালে এবং কে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন?
- লোক শিল্প জাদুঘর প্রতিষ্ঠা করা হয় কেন?
- পলাশীর যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল?

0 Comments