১ম সাময়িক পরীক্ষা -২০১৭ইং
শ্রেণীঃ ৪র্থ বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
সময়ঃ ২:৩০ মিনিট পূর্ণমানঃ ৫০
১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ: ৫০
১। বন্যার কারনে বাবু স্কুলে যেতে পারছেনা। সে ও তার সহপাঠীরা প্রায় এ সমস্যায় পড়ে।
বাবু কোন এলাকায় বাস করে?
(ক) পূর্বাঞ্চল (খ) পশ্চিমাঞ্চল (গ) উত্তারঞ্চাল (ঘ) দক্ষিনাঞ্চল
২। রনিদের বাড়ি সুন্দরবন এলাকায়। এখানে প্রচুর গাছপালা রয়েছে। এর ফলে কী হতে পারে?
(ক) প্রচন্ড ঝড় (খ) প্রচন্ড গরম (গ) প্রচুর বৃষ্টিপাত (ঘ) প্রচুর বাতাস
৩। অনিকের দাদুর বাড়ি দেশের উত্তরাঞ্চলে। এ এলাকার ভূমি কী রকম হতে পারে?
(ক) অনেক উঁচু (খ) বেশ নিচু (গ) কিছুটা নিচু (ঘ) কিছুটা উঁচু
৪। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের ভূমি বেশ নিচু। এ এলাকার সাথে কোনটির সম্পর্ক রয়েছে?
(ক) পাহাড়-পর্বত (খ) নদ-নদী, খাল-বিল (গ) উর্বর মাটি (ঘ) প্রচুর বৃষ্টিপাত
৫। তোমার এলাকায় ভালো ফসল হওয়ার জন্য তুমি কোন কারণটি সবচেয়ে বেশি উপযোগী বলে মনে কর?
(ক) রাসায়নিক সারের ব্যবহার (খ) কীটনাশকের ব্যবহার
(গ) পর্যাপ্ত বৃষ্টিপাত (ঘ) সমতল ভূমি
৬। তোমার একজন সহপাঠীর পড়া বুঝতে সমস্যা হচ্ছে। এক্ষেত্রে তুমি কী করবে?
(ক) পড়া বুঝিয়ে দেবে (খ) তাকে এরিয়ে চলবে
(গ) শিক্ষকের কাছে যেতে বলবে (ঘ) সহপাঠীর বাবা-মা কে বলবে
৭। আমজাদ স্যার ক্লাসে ছাত্র-ছাত্রীদের বলছেন, দেশের উন্নয়নে আমাদের সবার কাজ করতে হবে।
আমাদের সবার বলতে কী বুঝিয়েছেন?ৎ
(ক) শুধু পুরুষদের (খ) শুধু নারীদের (গ) ছাত্র-ছাত্রীদের (ঘ) নারী ও পুরুষদের
৮। তুমি তোমার বাবা-মা, ভাই-বোনের সাথে একত্রে বসবাস করছো। তোমার বসবাসরত
স্থানটিকে কী বলে?
(ক) পরিবার (খ) রাষ্ট্র (গ) সমাজ (গ) সংঘ
৯। তোমার এলাকায় বসবাসরত সবাই পারষ্পরিক সহযোগীতার াভাত্ততে কাজ করে।
এর ফলে কোনটি ঘটবে?
(ক) এলাকাটি শান্দিপূর্ণ ও সমৃদ্ধ হবে (খ) এলাকায় বৈষম্য দেখা দেবে
(খ) সবাই ধনী হয়ে যাবে (ঘ) ধর্মীয় ভাব-গাম্ভীর্য নষ্ট হয়ে যাবে।
১০। তোিমার সহপাঠী মিনা চোখে দেখতে পায় না এবং কানে শনিতে পায় না।
তাকে কোন ধরনের শিশু বলবে?
(ক) অভাগ্রস্থ শিশু (খ) শারীরিকভাবে অক্ষম শিশু
(গ) বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু (ঘ) অস্বাভাবিক শিশু
১১। মানিক বাংলাদেশের বৃহত্তম নৃ-গোষ্ঠী সম্পর্কে জেনেছে। এরা কোন দুটি জেলায় বাস করে?
(ক) সিলেট ও পটুয়াখালি (খ) রাঙামাটি ও খাগরাছড়ি
(গ) কক্সবাজার ও ভোলা (ঘ) চট্রগ্রাম ও ময়মনসিংহ
১২। শীতের ছুটিতে তুমি রাঙ্গামাটি বেড়াতে গেলে। ওখানে তুমি কোন কোন নৃ-গোষ্ঠির সাথে পরিচিত হবে?
(ক) চাকমা ও মারমা (খ) সাঁওতাল ও মণিপুরি (গ) গারো ও সাঁওতাল (ঘ) মারমা ও মণিপুরি
১৩। রাফির বাড়ি এমন একটি জেলায়, যেখানকার অধিকাংশ জনগোষ্ঠি চাকমা ও মারমা।
তার বাড়ি কোন জেলায়?
(ক) সিলেট (খ) রাঙামাটি (গ) চট্রগ্রাম (ঘ) বগুড়া
১৪। মামার সাথে বান্দরবন বেড়াতে গিয়ে তুমি দেখলে কিছু মানুষ পুরাতন ফসল পুড়িয়ে গর্ত খুরে নতুন
করে বীজ বপন করছে। এ মানুষগুলোর জাতীগত পরিচয় কী?
(ক) বাঙালী জনগোষ্ঠী (খ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (গ) বেদে জনগোষ্ঠী (ঘ) আদিম জনগোষ্ঠী
১৫। পাহাড়ি রাজাদের শ্রেষ্ট উৎসব হচ্ছে বিজু। কোন নৃ-গোষ্ঠী এ উৎসব পালন করে?
(ক) গারো (খ) সাঁওতাল (গ) মণিপুরি (ঘ) চাকমা
১৬। তুমি বাবর সাথে শিশু একাডেমীতে গিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাদ্যের তালে তালে ‘মৈতৈ’ নৃত্যনুষ্ঠান
দেখতে গেলে। তুমি কাদের নৃত্য দেখতে গেলে?
(ক) মণিপুরিদের (খ) সাঁওতালদের (গ) চাকমাদের (ঘ) মারমাদের
১৭। রনি এদেশের প্রধানত তিন ধরনের অধিকার ভোগ করে। এ অধিকার গুলো কে দেওয়ার চেষ্টা করে?
(ক) পরিবার (খ) সমাজ (গ) রাষ্ট্রে (ঘ) সরকার
১৮। তুমি রাষ্ট্রের একজন নাগরিক। কোনটি মেনে চলা তোমার জন্য বাধ্যতামূলক?
(ক) আইন (খ) ধর্ম (গ) সংস্কৃত (ঘ) মূল্যবোধ
১৯। তুমি এবং তোমার বন্ধু কৌশিক চন্দ্র, তন্ময় বড়–য়া, টমাস বো সবাই স্বাধীনভাবে ধর্মীয় অনুষ্ঠান
পালন করছে। তোমরা সবাই কোন ধরনের অধিকার উপভোগ করছো?
(ক) রাজনৈতিক (খ) সামাজিক (গ) অর্থনৈতিক (ঘ) সাংস্কৃতিক
২০। নাফির বাবা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহন ককরেন। তিনি কোন অধিকার ভোগ করেন?
(ক) ধর্ম পালনের অধিকার (খ) রাজণৈতিক অধিকার
(গ) অর্থনৈতিক অধিকার (ঘ) সামাজিক অধিকার
২১। মানিক বিদ্যালয়ে যওয়ার পথে শিক্ষককে সালাম দিলো। মানিকের এ আচরণটিকে কোন গুন বলা যায়?
(ক) নৈতিক গুন (খ) রাজনৈতিক গুন (গ) সামাজিক গুন (ঘ) সাধারণ গুন
২২। করিম একটি অন্ধ লোককে রাস্তা পার হতে সাহায্য করল। এটি কোন ধরনের নৈতিক গুন?
(ক) সততা (খ) সত্যবাদিতা (গ) সহযোগীতা (ঘ) ন¤্রতা
২৩। কারো মনে কষ্ট দেওয়া উচিত নয়। এটা কোন ধরনের কাজ?
(ক) এটি ভালো কাজ (খ) এটি মন্দ কাজ (গ) এটি নৈতিক কাজ (ঘ) এটি অসামাজিক কাজ
২৪। অন্তরা অফিসে তার কাজের দ্বারা সকলের বিশ্বাস অর্জন করতে পেরেছে। এতে তার কোন
মূল্যবোধ প্রকাশ পেয়েছে?
(ক) সততা (খ) ন্যায়নিষ্ঠা (গ) শৃঙ্খলা (ঘ) ন¤্রতা
২৫। রিনি তার সকল বন্ধুর সাথে ন্যায়সঙ্গত আচরণ করে। এখানে তার কোন মূল্যবোধ প্রকাশ পেয়েছে?
(ক) সততা (খ) ন্যায়নিষ্ঠা (গ) শৃঙ্খলা (ঘ) ন¤্রতা
২৬। খাদেম মিয়া তোমার বিদ্যালয়ের পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত আছে। তিনি কোন পেশার মানুষ?
(ক) শ্রমিক (খ) ঝাড়–দার (গ) দপ্তরি (ঘ) পরিচ্ছন্নতাকর্মী
২৭। শফিক সাহেব দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেন। তার পেশাটি কোন ধরনের?
(ক) দমকলকর্মী (খ) আইনজীবী (গ) পুলিশবাহিনী (ঘ) সেনাবাহিনী
২৮। আইন শৃঙ্খলা রক্ষা দেশের একটি গুরুত্বপূর্ণ কাজ। এ কে করেন?
(ক) বিচারক (খ) পুলিশ (গ) নাগরিক (ঘ) সরকার
২৯। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিচার কার্য করা। এ কাজে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
(ক) নাগরিক (খ) চাকরিজীবী (গ) আইনজীবী (ঘ) পুলিশ
৩০। আমরা কখনো কখনো রোগব্যাধিতে আক্রান্ত হই। তখন আমাদের চিকিৎসা সেবা প্রদান করে কে?
(ক) ফার্মসিস্ট (খ) নার্স (গ) ডাক্তার (ঘ) প্রকৌশলী
৩১। তোমার বড় ভাই কমলাপুর রেলস্টেশনে চাকরি করে। এটি কোন সম্পদের অন্তর্ভুক্ত?
(ক) সামাজিক (খ) আর্ন্তজাতিক (গ) রাষ্ট্রীয় (ঘ) স্থানীয়
৩২। রিমির বাবা এমন একটি প্রতিষ্ঠানে কাজ করেন যেখানে সব ধরতনের স্বস্থ্যসেবা প্রদান করা হয়।
তিনি কোথায় কাজ করেন?
(ক) হাসপাতালে (খ) আদালতে (গ) বিদ্যালয়ে (ঘ) মসজিদে
৩৩। বাংলাদেশের সবচেয়ে বড় বন সুন্দরবন। এটি কোন ধরনের সম্পদ?
(ক) সামাজিক সম্পদ (খ) স্থানীয় সম্পদ (গ) প্রকৃতিক সম্পদ (ঘ) আঞ্চলিক সম্পদ
৩৪। রসূলপুরে প্রকৃতিক গ্যাস পাওয়া গেল। এটি কোন সম্পদের অন্তর্ভুক্ত করা হবে?
(ক) সামাজিক সম্পদ (খ) রাষ্ট্রীয় সম্পদ (গ) মূল্যবান সম্পদ (ঘ) তরল সম্পদ
৩৫। আসিফ সীমান্ত এলাকায় বসবাস করে। সেখান থেকে জেলা সদর কপর্যন্ত যাতয়াত ব্যবস্থা খুব খারাপ।
এ অঞ্চলে কীসের বিশেষ প্রয়োজন?
(ক) নৌকা (খ) টেলিফোন (গ) রাস্তা (ঘ) সেতু-সাঁকো
৩৬। বাংলাদেশের কোন অঞ্চলের ভূমি উঁচু?
(ক) দক্ষিন অঞ্চলের (খ) উত্তর উঞ্চলের (গ) পূর্ব অঞ্চলের (ঘ) পশ্চিম অঞ্চলের
৩৭। বন্যার অন্যতম কারন কী?
(ক) গরম আবহাওয়া (খ) ঠান্ডা আবহাওয়া (গ) পাহাড় বেশি (ঘ) নদ-নদী
৩৮। পরিবারের কাজে কাদের অংশগ্রহন করা উচিত?
(ক) মা-বাবার (খ) বয়স্কদের (গ) ছেলে-মেয়ে সকলের (ঘ) বড় ভাই-বোনদের
৩৯। পরিবারে ছেলে ও মেয়ে শিশুর অবস্থা কীরূপ?
(ক) উভয়ই সমদান (খ) ছেলে বেশি গুরুত্বপূর্ণ মেয়ে কম
(গ) মেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছেলে কম (ঘ) ছেলে বেশি গুরুত্বপূর্ণ
৪০। চাকমাদের কৃষি পদ্ধতিকে কী বলে?
(ক) চাষ (খ) জুম (গ) মাঘ সিম (ঘ) এর কংসিম
৪১। চাকমাদের প্রধান খাবার কী?
(ক) নালিতা (খ) নাপ্পি (গ) ভাত (ঘ) সিঞ্জেদা
৪২। আমরা রাষ্ট্র থেকে কতটি অধিকার পাই?
(ক) ৩ (খ) ৭ (গ) ৪ (ঘ) ৮
৪৩। নিচের কোনটি সামাজিক অধিকার?
(ক) শিক্ষার অধিকার (খ) আয় করা (গ) অবকাশ ছুটি পাওয়া (ঘ) নির্বাচিত হওয়া
৪৪। কোনটি মূল্যবোধ?
(ক) বিপদে সাহায্য করা (খ) মিলেমিশে থাকা
(গ) অনুষ্ঠানে দাওয়াত দেওয়া (ঘ) ন্যায়নিষ্ঠা অবলম্বন করা
৪৫। মূল্যবোধের শিক্ষা আমরা কোথা থেকে পাই?
(ক) পরিবার, সমাজ ও রাষ্ট্র (খ) ব্যক্তি, গোষ্ঠী ও সংঘ
(গ) বিদ্যালয়, সম্প্রদায় ও সংঘ (ঘ) পরিবার, সমাজ ও বিদ্যালয়
৪৬। গনতন্ত্র কী?
(ক) সবার মতামত পকাশের সুযোগ (খ) অন্যের মত কে সম্যান জানানো
(গ) সামজিক নিয়ম অনুশীলন (ঘ) নৈতিক গুনাবলি চর্চা
৪৭। অধিকাংশের মতামতকে প্রাধান্য দেওয়ার কয়টা ধাপ আছে?
(ক) ২টি (ক) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি
৪৮। প্রত্যেক পেশার মানুষ কী দিয়ে থাকেন?
(ক) শ্রম (ক) সেবা (গ) কষ্ট (ঘ) সময়
৪৯। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় কারা কাজ করে?
(ক) আইনজীবী (খ) বিচারক (গ) ট্রাফিক পুলিশ (ঘ) পুলিশবাহিনি
৫০। শিক্ষা লাভ করা কোন ধরনের অধিকার?
(ক) ব্যক্তিগত (খ) সামাজিক (গ) সমষ্টিগত (ঘ) রাষ্ট্রীয়
শ্রেণীঃ ৪র্থ বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
সময়ঃ ২:৩০ মিনিট পূর্ণমানঃ ৫০
১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ: ৫০
১। বন্যার কারনে বাবু স্কুলে যেতে পারছেনা। সে ও তার সহপাঠীরা প্রায় এ সমস্যায় পড়ে।
বাবু কোন এলাকায় বাস করে?
(ক) পূর্বাঞ্চল (খ) পশ্চিমাঞ্চল (গ) উত্তারঞ্চাল (ঘ) দক্ষিনাঞ্চল
২। রনিদের বাড়ি সুন্দরবন এলাকায়। এখানে প্রচুর গাছপালা রয়েছে। এর ফলে কী হতে পারে?
(ক) প্রচন্ড ঝড় (খ) প্রচন্ড গরম (গ) প্রচুর বৃষ্টিপাত (ঘ) প্রচুর বাতাস
৩। অনিকের দাদুর বাড়ি দেশের উত্তরাঞ্চলে। এ এলাকার ভূমি কী রকম হতে পারে?
(ক) অনেক উঁচু (খ) বেশ নিচু (গ) কিছুটা নিচু (ঘ) কিছুটা উঁচু
৪। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের ভূমি বেশ নিচু। এ এলাকার সাথে কোনটির সম্পর্ক রয়েছে?
(ক) পাহাড়-পর্বত (খ) নদ-নদী, খাল-বিল (গ) উর্বর মাটি (ঘ) প্রচুর বৃষ্টিপাত
৫। তোমার এলাকায় ভালো ফসল হওয়ার জন্য তুমি কোন কারণটি সবচেয়ে বেশি উপযোগী বলে মনে কর?
(ক) রাসায়নিক সারের ব্যবহার (খ) কীটনাশকের ব্যবহার
(গ) পর্যাপ্ত বৃষ্টিপাত (ঘ) সমতল ভূমি
৬। তোমার একজন সহপাঠীর পড়া বুঝতে সমস্যা হচ্ছে। এক্ষেত্রে তুমি কী করবে?
(ক) পড়া বুঝিয়ে দেবে (খ) তাকে এরিয়ে চলবে
(গ) শিক্ষকের কাছে যেতে বলবে (ঘ) সহপাঠীর বাবা-মা কে বলবে
৭। আমজাদ স্যার ক্লাসে ছাত্র-ছাত্রীদের বলছেন, দেশের উন্নয়নে আমাদের সবার কাজ করতে হবে।
আমাদের সবার বলতে কী বুঝিয়েছেন?ৎ
(ক) শুধু পুরুষদের (খ) শুধু নারীদের (গ) ছাত্র-ছাত্রীদের (ঘ) নারী ও পুরুষদের
৮। তুমি তোমার বাবা-মা, ভাই-বোনের সাথে একত্রে বসবাস করছো। তোমার বসবাসরত
স্থানটিকে কী বলে?
(ক) পরিবার (খ) রাষ্ট্র (গ) সমাজ (গ) সংঘ
৯। তোমার এলাকায় বসবাসরত সবাই পারষ্পরিক সহযোগীতার াভাত্ততে কাজ করে।
এর ফলে কোনটি ঘটবে?
(ক) এলাকাটি শান্দিপূর্ণ ও সমৃদ্ধ হবে (খ) এলাকায় বৈষম্য দেখা দেবে
(খ) সবাই ধনী হয়ে যাবে (ঘ) ধর্মীয় ভাব-গাম্ভীর্য নষ্ট হয়ে যাবে।
১০। তোিমার সহপাঠী মিনা চোখে দেখতে পায় না এবং কানে শনিতে পায় না।
তাকে কোন ধরনের শিশু বলবে?
(ক) অভাগ্রস্থ শিশু (খ) শারীরিকভাবে অক্ষম শিশু
(গ) বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু (ঘ) অস্বাভাবিক শিশু
১১। মানিক বাংলাদেশের বৃহত্তম নৃ-গোষ্ঠী সম্পর্কে জেনেছে। এরা কোন দুটি জেলায় বাস করে?
(ক) সিলেট ও পটুয়াখালি (খ) রাঙামাটি ও খাগরাছড়ি
(গ) কক্সবাজার ও ভোলা (ঘ) চট্রগ্রাম ও ময়মনসিংহ
১২। শীতের ছুটিতে তুমি রাঙ্গামাটি বেড়াতে গেলে। ওখানে তুমি কোন কোন নৃ-গোষ্ঠির সাথে পরিচিত হবে?
(ক) চাকমা ও মারমা (খ) সাঁওতাল ও মণিপুরি (গ) গারো ও সাঁওতাল (ঘ) মারমা ও মণিপুরি
১৩। রাফির বাড়ি এমন একটি জেলায়, যেখানকার অধিকাংশ জনগোষ্ঠি চাকমা ও মারমা।
তার বাড়ি কোন জেলায়?
(ক) সিলেট (খ) রাঙামাটি (গ) চট্রগ্রাম (ঘ) বগুড়া
১৪। মামার সাথে বান্দরবন বেড়াতে গিয়ে তুমি দেখলে কিছু মানুষ পুরাতন ফসল পুড়িয়ে গর্ত খুরে নতুন
করে বীজ বপন করছে। এ মানুষগুলোর জাতীগত পরিচয় কী?
(ক) বাঙালী জনগোষ্ঠী (খ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (গ) বেদে জনগোষ্ঠী (ঘ) আদিম জনগোষ্ঠী
১৫। পাহাড়ি রাজাদের শ্রেষ্ট উৎসব হচ্ছে বিজু। কোন নৃ-গোষ্ঠী এ উৎসব পালন করে?
(ক) গারো (খ) সাঁওতাল (গ) মণিপুরি (ঘ) চাকমা
১৬। তুমি বাবর সাথে শিশু একাডেমীতে গিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাদ্যের তালে তালে ‘মৈতৈ’ নৃত্যনুষ্ঠান
দেখতে গেলে। তুমি কাদের নৃত্য দেখতে গেলে?
(ক) মণিপুরিদের (খ) সাঁওতালদের (গ) চাকমাদের (ঘ) মারমাদের
১৭। রনি এদেশের প্রধানত তিন ধরনের অধিকার ভোগ করে। এ অধিকার গুলো কে দেওয়ার চেষ্টা করে?
(ক) পরিবার (খ) সমাজ (গ) রাষ্ট্রে (ঘ) সরকার
১৮। তুমি রাষ্ট্রের একজন নাগরিক। কোনটি মেনে চলা তোমার জন্য বাধ্যতামূলক?
(ক) আইন (খ) ধর্ম (গ) সংস্কৃত (ঘ) মূল্যবোধ
১৯। তুমি এবং তোমার বন্ধু কৌশিক চন্দ্র, তন্ময় বড়–য়া, টমাস বো সবাই স্বাধীনভাবে ধর্মীয় অনুষ্ঠান
পালন করছে। তোমরা সবাই কোন ধরনের অধিকার উপভোগ করছো?
(ক) রাজনৈতিক (খ) সামাজিক (গ) অর্থনৈতিক (ঘ) সাংস্কৃতিক
২০। নাফির বাবা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহন ককরেন। তিনি কোন অধিকার ভোগ করেন?
(ক) ধর্ম পালনের অধিকার (খ) রাজণৈতিক অধিকার
(গ) অর্থনৈতিক অধিকার (ঘ) সামাজিক অধিকার
২১। মানিক বিদ্যালয়ে যওয়ার পথে শিক্ষককে সালাম দিলো। মানিকের এ আচরণটিকে কোন গুন বলা যায়?
(ক) নৈতিক গুন (খ) রাজনৈতিক গুন (গ) সামাজিক গুন (ঘ) সাধারণ গুন
২২। করিম একটি অন্ধ লোককে রাস্তা পার হতে সাহায্য করল। এটি কোন ধরনের নৈতিক গুন?
(ক) সততা (খ) সত্যবাদিতা (গ) সহযোগীতা (ঘ) ন¤্রতা
২৩। কারো মনে কষ্ট দেওয়া উচিত নয়। এটা কোন ধরনের কাজ?
(ক) এটি ভালো কাজ (খ) এটি মন্দ কাজ (গ) এটি নৈতিক কাজ (ঘ) এটি অসামাজিক কাজ
২৪। অন্তরা অফিসে তার কাজের দ্বারা সকলের বিশ্বাস অর্জন করতে পেরেছে। এতে তার কোন
মূল্যবোধ প্রকাশ পেয়েছে?
(ক) সততা (খ) ন্যায়নিষ্ঠা (গ) শৃঙ্খলা (ঘ) ন¤্রতা
২৫। রিনি তার সকল বন্ধুর সাথে ন্যায়সঙ্গত আচরণ করে। এখানে তার কোন মূল্যবোধ প্রকাশ পেয়েছে?
(ক) সততা (খ) ন্যায়নিষ্ঠা (গ) শৃঙ্খলা (ঘ) ন¤্রতা
২৬। খাদেম মিয়া তোমার বিদ্যালয়ের পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত আছে। তিনি কোন পেশার মানুষ?
(ক) শ্রমিক (খ) ঝাড়–দার (গ) দপ্তরি (ঘ) পরিচ্ছন্নতাকর্মী
২৭। শফিক সাহেব দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেন। তার পেশাটি কোন ধরনের?
(ক) দমকলকর্মী (খ) আইনজীবী (গ) পুলিশবাহিনী (ঘ) সেনাবাহিনী
২৮। আইন শৃঙ্খলা রক্ষা দেশের একটি গুরুত্বপূর্ণ কাজ। এ কে করেন?
(ক) বিচারক (খ) পুলিশ (গ) নাগরিক (ঘ) সরকার
২৯। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিচার কার্য করা। এ কাজে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
(ক) নাগরিক (খ) চাকরিজীবী (গ) আইনজীবী (ঘ) পুলিশ
৩০। আমরা কখনো কখনো রোগব্যাধিতে আক্রান্ত হই। তখন আমাদের চিকিৎসা সেবা প্রদান করে কে?
(ক) ফার্মসিস্ট (খ) নার্স (গ) ডাক্তার (ঘ) প্রকৌশলী
৩১। তোমার বড় ভাই কমলাপুর রেলস্টেশনে চাকরি করে। এটি কোন সম্পদের অন্তর্ভুক্ত?
(ক) সামাজিক (খ) আর্ন্তজাতিক (গ) রাষ্ট্রীয় (ঘ) স্থানীয়
৩২। রিমির বাবা এমন একটি প্রতিষ্ঠানে কাজ করেন যেখানে সব ধরতনের স্বস্থ্যসেবা প্রদান করা হয়।
তিনি কোথায় কাজ করেন?
(ক) হাসপাতালে (খ) আদালতে (গ) বিদ্যালয়ে (ঘ) মসজিদে
৩৩। বাংলাদেশের সবচেয়ে বড় বন সুন্দরবন। এটি কোন ধরনের সম্পদ?
(ক) সামাজিক সম্পদ (খ) স্থানীয় সম্পদ (গ) প্রকৃতিক সম্পদ (ঘ) আঞ্চলিক সম্পদ
৩৪। রসূলপুরে প্রকৃতিক গ্যাস পাওয়া গেল। এটি কোন সম্পদের অন্তর্ভুক্ত করা হবে?
(ক) সামাজিক সম্পদ (খ) রাষ্ট্রীয় সম্পদ (গ) মূল্যবান সম্পদ (ঘ) তরল সম্পদ
৩৫। আসিফ সীমান্ত এলাকায় বসবাস করে। সেখান থেকে জেলা সদর কপর্যন্ত যাতয়াত ব্যবস্থা খুব খারাপ।
এ অঞ্চলে কীসের বিশেষ প্রয়োজন?
(ক) নৌকা (খ) টেলিফোন (গ) রাস্তা (ঘ) সেতু-সাঁকো
৩৬। বাংলাদেশের কোন অঞ্চলের ভূমি উঁচু?
(ক) দক্ষিন অঞ্চলের (খ) উত্তর উঞ্চলের (গ) পূর্ব অঞ্চলের (ঘ) পশ্চিম অঞ্চলের
৩৭। বন্যার অন্যতম কারন কী?
(ক) গরম আবহাওয়া (খ) ঠান্ডা আবহাওয়া (গ) পাহাড় বেশি (ঘ) নদ-নদী
৩৮। পরিবারের কাজে কাদের অংশগ্রহন করা উচিত?
(ক) মা-বাবার (খ) বয়স্কদের (গ) ছেলে-মেয়ে সকলের (ঘ) বড় ভাই-বোনদের
৩৯। পরিবারে ছেলে ও মেয়ে শিশুর অবস্থা কীরূপ?
(ক) উভয়ই সমদান (খ) ছেলে বেশি গুরুত্বপূর্ণ মেয়ে কম
(গ) মেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছেলে কম (ঘ) ছেলে বেশি গুরুত্বপূর্ণ
৪০। চাকমাদের কৃষি পদ্ধতিকে কী বলে?
(ক) চাষ (খ) জুম (গ) মাঘ সিম (ঘ) এর কংসিম
৪১। চাকমাদের প্রধান খাবার কী?
(ক) নালিতা (খ) নাপ্পি (গ) ভাত (ঘ) সিঞ্জেদা
৪২। আমরা রাষ্ট্র থেকে কতটি অধিকার পাই?
(ক) ৩ (খ) ৭ (গ) ৪ (ঘ) ৮
৪৩। নিচের কোনটি সামাজিক অধিকার?
(ক) শিক্ষার অধিকার (খ) আয় করা (গ) অবকাশ ছুটি পাওয়া (ঘ) নির্বাচিত হওয়া
৪৪। কোনটি মূল্যবোধ?
(ক) বিপদে সাহায্য করা (খ) মিলেমিশে থাকা
(গ) অনুষ্ঠানে দাওয়াত দেওয়া (ঘ) ন্যায়নিষ্ঠা অবলম্বন করা
৪৫। মূল্যবোধের শিক্ষা আমরা কোথা থেকে পাই?
(ক) পরিবার, সমাজ ও রাষ্ট্র (খ) ব্যক্তি, গোষ্ঠী ও সংঘ
(গ) বিদ্যালয়, সম্প্রদায় ও সংঘ (ঘ) পরিবার, সমাজ ও বিদ্যালয়
৪৬। গনতন্ত্র কী?
(ক) সবার মতামত পকাশের সুযোগ (খ) অন্যের মত কে সম্যান জানানো
(গ) সামজিক নিয়ম অনুশীলন (ঘ) নৈতিক গুনাবলি চর্চা
৪৭। অধিকাংশের মতামতকে প্রাধান্য দেওয়ার কয়টা ধাপ আছে?
(ক) ২টি (ক) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি
৪৮। প্রত্যেক পেশার মানুষ কী দিয়ে থাকেন?
(ক) শ্রম (ক) সেবা (গ) কষ্ট (ঘ) সময়
৪৯। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় কারা কাজ করে?
(ক) আইনজীবী (খ) বিচারক (গ) ট্রাফিক পুলিশ (ঘ) পুলিশবাহিনি
৫০। শিক্ষা লাভ করা কোন ধরনের অধিকার?
(ক) ব্যক্তিগত (খ) সামাজিক (গ) সমষ্টিগত (ঘ) রাষ্ট্রীয়
0 Comments