Header Ads Widget

Responsive Advertisement

Class 3, Islam- শ্রেণীঃ ৩য় , ইসলাম ও নৈতিক শিক্ষা

                                                           ইক্রা মুসলিম শিশু একাডেমী
                                                           ১ম সাময়িক পরীক্ষা -২০১৭ইং
                                               শ্রেণীঃ ৩য়                                     বিষয়ঃ ইসলাম ও নৈতিক শিক্ষা
                                              সময়ঃ ২ ঘন্টা                                              পূর্ণমানঃ ৫০

১। সঠিক উত্তরে টিক চিহ্ন দিয়ে উত্তরপত্রে লিখঃ                                                                           ৫০
    খালিক শব্দের অর্থ কী?
  (ক) দয়ালু        (খ) ¯্রষ্টা    (গ) পবিত্র        (ঘ) পালনকারী
২) সবচেয়ে দয়ালু কে?
  (ক) মাতা        (খ) পিতা    (গ) আল্লাহ        (ঘ) ফেরেশতা
৩) প্রথম নবীর নাম কী?
  (ক) হযরত নূহ্ (আঃ)        (খ) হযরত ইব্রাহিম (আঃ)
  (গ) হযরত ইসমাঈল (আঃ)        (ঘ) হযরত আদম (আঃ)
৪) বড় আসমানি কিতাক কয় খানা?
  (ক) দুইখানা        (খ) তিন খানা    (গ) চার খানা        (ঘ) পাঁচ খানা
৫) তাওরাত কিতাব কোন নবী উপরে নাজিল হয়েছিল?
  (ক) হযরত আদম (আঃ)        (খ) হযরত মূসা (আঃ)
  (গ) হযরত ঈসা (আঃ)        (ঘ) হযরত দাউদ (আঃ)
৬) আকিদার বহুবচন কোনটি?
  (ক) ইবাদত        (খ) ঈমান    (গ) আকাঈদ        (ঘ) আখিরাত
৭) কালিমা তায়্যিবা অর্থ কী?
  (ক) বানী         (খ) আমল    (গ) ইবাদত        (ঘ) পবিত্র বানী
৮) কালিমা তায়্যিবার কয়টি অংশ আছে?
  (ক) দুইটি        (খ) তিনটি    (গ) চারটি        (ঘ) পাঁচটি
৯) দুনিয়ার জীবনকে কী বলে?
  (ক) জিন্দেগী    (খ) আখিরাত    (গ) ইহকাল        (ঘ) পরকাল
১০) যার জীবন আছে তার মৃত্যু আছে। মৃত্যুর পরের জীবনকে বলে-
  (ক) কবর        (খ) বারযাখ    (গ) আখিরাত        (ঘ) জাহান্নাম
১১) তোমার বন্ধু দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে চলে। আখিরাতে সে লাভ করবে-
  (ক) শাস্তি        (খ) ভয়        (গ) জাহান্নাম        (ঘ) জান্নাত
   ১২) আমাদের ইবাদত একমাত্র কার জন্য?
    (ক) আল্লাহ্         (খ) দেব-দেবীর         (গ) গাছপালার         (ঘ) মানুষের
  ১৩) আল্লাহর পরিচয় আমাদেরকে জানিয়েছেন?
    (ক) মুহাম্মদ (সাঃ)     (খ) ঈসা (আঃ)         (গ) ফেরেশতাগণ    (ঘ) নবী রাসূলগণ
  ১৪) কার কোন শরিক নেই?
     (ক) আল্লাহর    (খ) ফেরেশতার        (গ) জ্বিনদের    (ঘ) মানুষের
  ১৫) মানুষ সৃষ্টি করেছেন কে?
     (ক) ফেরেশতা     (খ) আল্লাহ্ তায়ালা    (গ) জ্বিন    (ঘ) নবী-রাসূল
 
১৬) আমাদের এই সুন্দর পৃথিবীর সৃষ্টিকর্তা কে?
     (ক) আল্লাহ্        (খ) ফেরেশতা        (গ) জ্বিন    (ঘ) মানুষ
১৭) সকল সৃষ্টির পালনকারী কে?
     (ক) আল্লাহ্         (খ) ফেরেশতা        (গ) নবিজি    (ঘ) মানুষ
১৮)“আল্লাহ রাব্বুন” এর অর্থ কী?
     (ক) আল্লাহ্ পালনকারী            (খ) আল্লাহ্ সৃষ্টিকারী
     (গ) আল্লাহ্ দয়ালু                (ঘ) আল্লাহ্ রিজিকদাতা
১৯) আমরা কার তরে শোকর করব?
     (ক) আল্লুাহর    (খ) আদমের    (গ) রাসূলের    (ঘ) পৃথিবীর
২০) আদর্শ (উত্তম) খাবার কোনটি?
     (ক) ফলমূল    ও শাক-সবজি        (খ) গোশত ও ডাল
     (গ) দুধ ও ডিম            (ঘ) পানি ও শরবত
২১) সকল সৃষ্টির রিজিকদাতা কে?
     (ক) ফেরেশতা    (খ) জ্বিন    (গ) নবী        (ঘ) আল্লাহ
২২) আমরা কার রহমত কামনা করি?
     (ক) আল্লাহ তায়ালার            (খ) নবী-রাসূলের
     (গ) বুজুর্গ ব্যক্তিগণের        (ঘ) পৃথিবীর সব মানুষ
২৩) মনে প্রাণে আল্লাহ ও তার রাসূলের দেওয়া সকল বিধান বিশ্বাস করাকে কী বলে?
     (ক) ঈমান        (খ) ইবাদত    (গ) আখলাক    (ঘ) আমল
২৪) আমাদের সর্বশেষ নবীর নাম কী?
     (ক) হযরত আদম (আঃ)        (খ) হযরত ইসমাইল (আঃ)
     (গ) হযরত ইবরাহিম (আঃ)        (ঘ) হযরত মুহাম্মদ (সাঃ)
২৫) সর্বপ্রথম নবী হলেন-
     (ক) হযরত মুহাম্মদ (সাঃ)        (খ) হযরত মূসা (আঃ)
     (গ) হযরত দাঊদ (আঃ)        (ঘ) হযরত আদম (আঃ)
২৬) কিতাব কী?
     (ক) আল্লাহ্র বানীর সমষ্টি        (খ) রাসূলের বানী
     (গ) নবীর কাজ            (ঘ) আল্লাহ্র আমল
২৭) আসমানি কিতাব মোট কতখানা?
     (ক) ১০৩        (খ) ১০৪    (গ) ১০৫        (ঘ) ১০৭
২৮) কুরআন মাজিদ কার বানী?
    (ক) আল্লাহ্র বানী                (খ) রবী রাসূলের বানী       
    (গ) মনীষীদের বানী                (ঘ) মানুষের বানী
২৯) ‘আখিরাত’ শব্দের অর্থ কী?
    (ক) পরকাল        (খ) ইহকাল    (গ) অনন্তকাল         (ঘ) দীর্ঘকাল
৩০) আখিরাত হলো-
    (ক) মৃত্যুর পরের জীবন        (খ) দুনিয়ার জীবন
    (গ) কবরের জীবন            (ঘ) জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন
৩১) আল্লাহ্র আদেশ অমান্য করলে মানুষ কোন পথে যায়?
    (ক) সুপথে        (খ) বিপথে    (গ) কল্যানের পথে    (ঘ) উত্তম পথে
৩২) ঈমানের মূল কথা কী?
    (ক) কালেমা তাওহিদ            (খ) কালেমা তামজীদ
    (গ) কালেমা তায়্যিবা            (ঘ) একরামুল মুসলেমিন
৩৩) রাজজাকুন শব্দের অর্থ কী?
    (ক) ¯্রষ্টা        (খ) পবিত্র    (গ) রিজিকদাতা        (ঘ) দয়ালু
৩৪) আল্লাহ রহমানু অর্থ কী?
    (ক) আল্লাহ্ কঠোর            (খ) আল্লাহ দয়ালু   
    (গ) আল্লাহ সৃষ্টিকর্তা            (ঘ) আল্লাহ পালনকর্তা
৩৫) আল্লাহ পরম দয়ালু বুঝাতে সঠিক আরবি কোনটি?
    (ক) আল্লাহ গাফফার            (খ) আল্লাহ রহমান
    (গ) আল্লাহ কাদির            (ঘ) আল্লাহ হাফিজ
৩৬) মহান আল্লাহ বিশ্ব ব্রম্মান্ডের একমাত্র মালিক। আমরা কীভাবে আল্লাহর
     পরিচয় জানতে পেরেছি?
    (ক) ফেরেশতাদের মাধ্যমে        (খ) প্রকৃতির মাধ্যমে
    (গ) মহানবী (সাঃ) এর মাধ্যমে    (ঘ) জ্বিনদের মাধ্যমে
৩৭) কিতাব অর্থ কী?
    (ক) ব ইবা পুস্তক    (খ) কলম    (গ) কাগজ    (ঘ) পেন্সিল
৩৮) ইনজিল কিদতাব কোন নবীর উপরে নাজিল হয়েছিল?
    (ক) হযরত ঈসা (আঃ)        (খ) হযরত মূসা (আঃ)
    (গ) হযরত মুহাম্মদ (সাঃ)         (ঘ) হযরত আদম (আঃ)
৩৯) সর্বশেষ আসমানী কিতাব কোনটি?
    (ক) কুরআন মাজিদ       (খ) তাওরাত        (গ) যাবুর       (ঘ) ইনজিল
৪০) দুনিয়ার জীবনকে বলে-
    (ক) কিয়ামত        (খ) ইহকাল    (গ) পরদকাল    (ঘ) আখিরাত
৪১) সালাত ও সাওম কাদের জন্য ফরজ?
    (ক) নবী-রাসূলদের জন্য        (খ) জিনদের জন্য
    (গ) গরীবদের জন্য            (ঘ) ধনী-গরীব সবার জন্য
৪২) ওযুর ফরজ কয়টি?
    (ক) ৪টি        (খ) ৫টি     (গ) ৭টি        (ঘ) ৮টি
৪৩) সালাতে সালাম ফেরানো কী ধরনের কাজ?
    (ক) ফরজে কেফায়া        (খ) নফল         (গ) সুন্নত          (ঘ) সমাপ্তি
৪৪) সালাত আদায়ের সময় পুরুষদেরকে কোথায় হাত বাঁধতে হয়?
    (ক) বুকের উপর    (খ) নাভির উপরে    (গ) বুক বরাবর     (ঘ) নাভি বরাবর
৪৫) সত্য কথা বলা কী?
    (ক) ইবাদত        (খ) মোস্তাহাব        (গ) নফল    (ঘ) সুন্নত
৪৬) প্রধান ইবাদত কয়টি?
    (ক) ২টি        (খ) ৩টি            (গ) ৪টি        (ঘ) ৭টি
৪৭) পাক পবিত্র থাকা ঈমানের অঙ্গ-কথাটি কে বলেছেন?
    (ক) ফেরেশতা    (খ) নবী কারিম        (খ) আল্লাহ    (ঘ) পিতা-মাতা
৪৮) দিনে ও রাতে কয় ওয়াক্ত সালাত আদায় করতে হয়?
    (ক) ৫ ওয়াক্ত    (খ) ৬ ওয়াক্ত        (গ) ৭ ওয়াক্ত    (ঘ) ১০ ওয়াক্ত
৪৯) বিতর নামাজ পড়তে হয় কখন?
    (ক) মাগরিবের পর    (খ) এশার পর    (গ) আসরের আগে    (গ) ফজরের পর
৫০) সময় মত সালাত আদায় করা কী?
    (ক) ফরজ        (খ) ওয়াজিব    (গ) সুন্নত        (ঘ) নফল

Post a Comment

0 Comments