চান্দা আইডিয়াল উচ্চ বিদ্যালয়
নির্বাচনী পরীক্ষা-২০১৭ ইং
বিষয়ঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা
সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট শ্রেণীঃ দশম পূর্ণমানঃ ৭০
নির্বাচনী পরীক্ষা-২০১৭ ইং
বিষয়ঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা
সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট শ্রেণীঃ দশম পূর্ণমানঃ ৭০
(যেকোন ৭টি প্রশ্নের উত্তর দাও)
বিষয়াবলী সম্পর্কিত তথ্যাবলী নিয়ে লেখা একটি বই গত রাতে পড়তে শুরু করে। বইটি পড়ে
সে ঐ অঞ্চলের অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থা সম্পর্কিত আর একটি বই কেনার উৎসাহ পায়।
(ক) মুদ্রা ইতিহাসের কোন ধরনের উপাদান? ১
(খ) ইতিহাস শব্দের উৎপত্তির বর্ণনা দাও। ২
(গ) উদ্দীপকে কাদের ইতিহাসের যে ধরনের উপাদানের বর্ণনা পেয়েছে তার ব্যাখ্যা দাও। ৩
(ঘ) উদ্দীপকের আলোকে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা ব্যখ্যা কর। ৪
(খ) ইতিহাস শব্দের উৎপত্তির বর্ণনা দাও। ২
(গ) উদ্দীপকে কাদের ইতিহাসের যে ধরনের উপাদানের বর্ণনা পেয়েছে তার ব্যাখ্যা দাও। ৩
(ঘ) উদ্দীপকের আলোকে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা ব্যখ্যা কর। ৪
সংমিশ্রণে ব্রোঞ্জ তৈরি করতে জানতো। তখন মানুষ মাটির পাত্র বানাতো। অনেকেই ধাতুর
সাহায্যে আসবাবপত্র, অস্ত্র ও অলঙ্কার বানিয়ে জীবিকা নির্বাহ করতো। মিতু আরও জানতে পারে
ঐ অঞ্চলের সরু রাস্তা সম্পর্কে, যার প্রস্থতা ছিল ১০ ফুট।
(ক) কখন অলিম্পিক খেলা শুরু হয়? ১
(খ) পিরামিড কী? ব্যাখ্যা কর। ২
(গ) উদ্দীপকে সিন্ধু সভ্যতার যে বিষয়টি ফুটে উঠেছে তার ব্যাখ্যা দাও। ৩
(ঘ) উদ্দীপকের আলোকে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা বিশ্লেষণ কর। ৪
৩। জামাল তার বন্ধুদের সাথে শিক্ষা সফরে জাফলং যায়। সেখানে গিয়ে সে জানতে পারে জাফলং
অঞ্চলটি এক সময় নামকরা এক জনপদের অন্তর্ভুক্ত ছিল। তবে অনেক ঐতিহাসিক চট্রগ্রামকেও
এ জনপদের অংশ বলে মনে করে। তবে এ কথা সত্যি যে, সপ্তম ও অষ্টম শতক হতে দশম ও
একদশ শতক পর্যন্ত এটি একটি স্বতন্ত্র রাজ্য ছিল। জামাল ও তার বন্ধুরা পরবর্তী বছর
নোয়াখালি ও কুমিল্লা অঞ্চলে ভ্রমনে আগ্রহী হয়।
(ক) বর্তমান কোন জেলা চন্দ্রদ্বীপের মূল ভূখন্ড ছিল? ১
(খ) জনপদ বলতে কী বুঝ? ২
(গ) উদ্দীপকে যে জনপদের বর্ণনা দেওয়া হয়েছে তার ব্যাখ্যা দাও। ৩
(ঘ) উদ্দীপকে জামাল ও তার বন্ধুরা আগামী বছর যে অঞ্চলে বেড়াতে যেতে চায় তার
ব্যাখ্যা দাও। ৪
৪। কাদের সাহেব তার পরিবারের সাথে পুরাতন নিবাস ত্যাগ করে বকুলপুরে নতুনভাবে বসবাস শুরু
করেন। কালক্রমে তিনি বকুলপুরের শাসন ক্ষমতার অধিকারী হন। এলাকার উন্নয়নের জন্য তিনি
বহুবিধ কার্যক্রম সম্পাদনা করেন। এছাড়া তার পরবর্তী বংশধরেরাও শিক্ষা, সাহিত্য ও
সংস্কৃতিতে বিশেষ অবদান রাখেন। তার এলাকায় বসবাসরত বিভিন্ন ধর্মের লোকরা বৈষম্যে
শিকার হতেন।
(ক) খড়গ বংশের রাজধানী কোথায় ছিল? ১
(খ) সেনদের ব্রহ্মক্ষত্রিয় বলা হয় কেন? ২
(গ) উদ্দীপকে বকুলপুরের শাসক কাদের সাহেবের কর্মকান্ডে কোন সেন শাসকের কর্মকান্ডের
প্রতিফলন লক্ষ্য করা যায়? ব্যাখ্যা কর। ৩
(ঘ) তুমি কি মনে কর, উক্ত শাসকের বংশধরেরা শিক্ষা, সাহিত্যে বিশেষ অবদান রাখতে সক্ষম
হয়েছে? বিশ্লেষণ কর। ৪
৫। কাদের তার বরিশালের বন্ধু সাদেকের বোনের বিয়ে উপলক্ষ্যে সাদেকের গ্রামের বাড়ি বেড়াতে
যায়। কাদের লক্ষ্য করে যে, বিবাহ অনুষ্ঠান শেষে নববধুকে পালকিতে করে শ্বশুরবাড়ি নিয়ে
গেল। বন্ধুর সাথে নৌকা ভ্রমণে বেড়িয়ে কাদেরের চোখে পড়লো বিভিন্ন আকৃতির নৌকাতে
মালামাল পরিবহণ করা হচ্ছে। খালে বিলে চলাচল করছে ভেলা ও ডিঙ্গি। বরিশাল অঞ্চলে কুস্তি,
নৌকাবাইচ, জলক্রীড়া,দাবা ও পাশা খেলা প্রভৃতির কাদেরের চোখে পড়ে।
(ক) ফা হিয়েন কোন দেশের পর্যটক? ১
(খ) প্রাচীন বাংলার কোন কোন অঞ্চলে মাটির ফলক মূর্তি আবিস্কার হয়েছে? ২
(গ) বরিশাল অঞ্চলের আমোদ-প্রমোদ ব্যাবস্থার সাথে তোমার পঠ্যবইয়ের কোন যুগের সাদৃশ্য
লক্ষ্য করা যায়? ব্যাখ্যা কর। ৩
(ঘ) সাদেকের অঞ্চলের যোগাযোগ ব্যাবস্থা তোমার পঠিত উক্ত যুগের যোগাযোগ ব্যাবস্থার
প্রতিচ্ছবি-বিশ্লেষণ কর। ৪
৬। সাবিনা একদিন টিভিতে জৈনিক গ্রীক রাজার সাথে এক বিদেশী শক্তির যুদ্ধের কাহিনি দেখছিল।
নদী তীরের এই যুদ্ধ ক্ষেত্রে রাজার পক্ষে তার এক সেনাপতি ও অন্য বিদেশী সেনাপতি যুদ্ধ
করেন। কিন্তু অন্য এক বিশ্বস্ত সেনাপতির বিশ্বাসঘাতকতার কারণে রাজা পরাজিত হন।
(ক) ভাস্কো-ডা-গামা কোন দেশের নাবিক ছিলেন? ১
(খ) “অন্ধকূপ হত্যা” বলতে কী বুঝায়? ২
(গ) উদ্দীপকে কোন যুদ্ধের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর। ৩
(ঘ) তুমি কি মনে কর এ যুদ্ধের ফলাফল ছিল সুদুরপ্রসারী? বিশ্লেষণ কর। ৪
৭। এক সময় বাংলার ফকির সন্নাসীগণ ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতো। তারা স্বাধীনভাবে
চলাফেরা করতে চাইত। কিন্তু অষ্টাদশ শতকে ইংরেজগণ তাদের উপরে বিভিন্ন অত্যাচার শুরু
করে। তাদের চলাচলে বাধা দিলে তারা বিদ্রহী হয়ে ওঠে। তখন তারা ইংরেজদের বিরুদ্ধে তীব্র
আন্দোলন গড়ে তোলে।
(ক) বেগম রোকেয়া কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? ১
(খ) হিন্দু সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা কী ছিল? ২
(গ) উদ্দীপকে ব্রিটিশ সাশনামলের যে আন্দোলনের ইঙ্গিত দেওয়া হয়েছে তা কেন সংগঠিত
হয়েছিল? ব্যাখ্যা কর। ৩
(ঘ) উক্ত আন্দোলনটির অবসানের পিছনের কারনগুলো চিহ্নিত করে বিশ্লেষণ কর। ৪
৮। হরিপুর ইউনিয়নটি নদীর তীরবর্তী। গত বছর বন্যার এক ফসল ও রাস্তাঘাট ব্যাপক ক্ষয়ক্ষতি
হয়। আয়তনে বড় হওয়ায় ত্রানতৎপরতা সহ এর উন্নয়ন কর্মকারন্ডে অসুবিধা সৃষ্টি হচ্ছিল। উক্ত
সমস্যা সমাধানের জন্য এই ইউনিয়নটিকে দুইটি আলাদা ইউনিটে ভাগ করা হয়।
(ক) সিপাহী বিদ্রহের সূচনা হয় কখন? ১
(খ) স্বত্তবিলোপ নীতি বলতে কী বুঝ? ২
(গ) উদ্দীপকে বঙ্গভঙ্গের কোন ব্যাপারটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। ৩
(ঘ) উক্ত কারনটিই কি বঙ্গভঙ্গের একমাত্র কারন বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর। ৪
৯। কেন্দ্রীয় শহীদ মিনার আমাদের স্বাধীনতা, জাতীয়তাবাদী ও ঐক্যের প্রতীক হিসেবে চিহ্নিত করা
আছে। সীমা তার বাবার কাছে শহীদ দিবসের তাৎপর্য সম্পর্কে জানতে পেরেছে। একারনে গত
২১শে ফেব্রুয়ারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে তার বাবার সঙ্গে কেন্দ্রীয়
শহীদ মিনারে গিয়েছিল। সেখানে সর্বস্তরের জনগনের শ্রদ্ধা জানানো দেখে তার ভাষা শহীদদের
প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায়।
(ক) পাকিস্তানের শতকরা কতজন লোকের মাতৃভাষা উর্দূ ছিল? ১
(খ) ভাষা শহীদদের আত্মত্যাগ কিভাবে সফল হলো? ২
(গ) উদ্দীপকের আলোকে আগামী ২১ শে ফেব্রুয়ারী তোমার বিদ্যালয়ে শহীদ দিবস উদযাপন
গৃহিত কর্মসূচী সফল করতে তুমি কী ভূমিকা পালন করবে-বিশ্লেষণ কর। ৩
(ঘ) শহীদ মিনার আমাদের জাতীয়তাবাদ বিকাশের প্রতীক- উক্তিটি বিশ্লেষণ কর। ৪
১০। সফিপুর চিরকালই কৃষিপ্রধান অঞ্চল। এখানকার অধিবাসীদের বেশিরভাগ গ্রামে বাস করে।
এ গ্রামের লোকজন ভূমি চাষ করেই সংসার চালাতো। যারা চাষ কে বা অন্য কোন প্রকার জমি
ভোগ করে, বিনিময়ে তাদের কতকগুলো নির্দিষ্ট কর দিতে হয়। এখানে তিন প্রকারের ভূমি ছিল,
যেমন কিছু ঘরবাড়ি তৈরি করে থাকার উপযুক্ত, কিছু চাষ করা যায় এমন উর্বর এবং কিছু উর্বর
অথচ পতিত জমি। এখানকার কুটিরশিল্প অত্যন্ত সমৃদ্ধশালী ছিল।
(ক) প্রাচীনকাল থেকে বিশ্ববিখ্যাত কোন কাপড় বাংলায় তৈরি হতো? ১
(খ) প্রাচীন বাংলার খেলাধুলার বর্ণনা দাও। ২
(গ) সফিপুরে বাংলার যে সময়কার অর্থনৈতিক চিত্র ফুটে উটেছে তার ব্যাখ্যা দাও। ৩
(ঘ) প্রাচীনকালে বাংলায় শিল্পের ক্রম উন্নতি সাধিত হয়েছিল বলে তুমি মনে কর? উত্তরের
সপক্ষে যুক্তি দাও। ৪
১১। লাবনী একটি দেশের দুটি অঞ্চলের পূর্ব অঞ্চলে বাস করে, দেশটির রাজধানী পশ্চিম অঞ্চলে
অবস্থিত। লাবনির অঞ্চলের সকল আয় পশ্চিম অঞ্চলে চলে যায়। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সহ
সকল ব্যাংক, বীমা, বাণিজ্যিক প্রতিষ্ঠানের সদর দপ্তর ছিল পশ্চিম অঞ্চলে। ফলে লাবনির অঞ্চলে
কখনও কোন বড় কোন শিল্প কারখানা গড়ে উঠেনি।
(ক) কত সালে আইয়ুব খান মৌলিক গনতন্ত্র প্রবর্তনের আদেশ জারি করেন? ১
(খ) ছয় দফাকে বাঙালিদের মুক্তি সনদ বরা হয় কেন? ২
(গ) লাবনির অঞ্চলে পাকিস্তানী শাসন আমলের যে বৈষম্যের প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তার
ব্যাখ্যা দাও। ৩
(ঘ) তুমি কি মনে কর লাবনির অঞ্চলকে পূর্ব পাকিস্তান মনে করা হলে অঞ্চলটিতে আরও কিছু বৈষম্য
বিদ্যমান ছিল? বিশ্লেষণ কর। ৪
0 Comments