চান্দা আইডিয়াল উচ্চ বিদ্যালয়
নির্বাচনী পরীক্ষা-২০১৭ ইং
বিষয়ঃ বাংলা দ্বিতীয় পত্র শ্রেণীঃ দশম
সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট পূর্ণমানঃ ৭০
১। যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখ:
(ক) আমার প্রিয় শিক্ষক।
(খ) বাংলা নববর্ষ
২। যে কোনো একটি বিষয়ে পত্র লেখ:
(ক) মনে কর, তুমি প্রণয়। নিরক্ষরতা দূরীকরণের তাৎপর্য বর্ণনা করে বন্ধু প্রণিতের
নিকট একখানা পত্র লেখ।
(খ) মনে কর তুমি গাইবান্ধা জেলার সোনাই ডাঙ্গা গ্রামের মিঠু। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি
রোধকল্পে জনমত তৈরি করার জন্য সংবাদপত্রে পকাশের জন্য একখানা পত্র লেখ।
৩। যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
(ক) সারাংস লেখ:
মানুষ সৃষ্টির শ্রেষ্ট প্রাণী। জগতের অন্যান্য প্রাণীর সহিত মানুষের পার্থক্যের কারণ- মানুষ
বিবেক অধিকারী। এই বিবেক, বুদ্ধি ও জ্ঞান নাই বলিয়া আর সকল প্রাণী মানুষ অপেক্ষা
নিকৃষ্ট। জ্ঞান ও মনুষ্যত্বের উৎকর্ষ সাধন করিয়া মানুষ জগতের বুকে অক্ষয় কীর্তি স্থাপন
করিয়াছে, জগতের কল্যান সাধন করিতেছে। পশুবল বা অর্থবল মানুষকে মহৎ করিতে
পারে না। মানুষ বড় হয় জ্ঞান ও মনুষ্যত্বে বিকাশে। জ্ঞান মনুষ্যত্বের প্রকৃত বিকাশে
জাতীর জীবন উন্নত হয়। প্রকৃত মানুষই জাতীয় জীবনের প্রতিষ্ঠা ও উন্নয়ন আনায়নে
সক্ষম।
(খ) সারমর্ম লেখ:
“বসুমতি, কেন তুমি এতই কৃপণ?
কত খোঁড়াখুঁড়ি করি পাই- শস্যক না।
দিতে যদি হয় দে-মা, পসন্ন সাহস-
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?
বিনা চাষে শস্য দিলে কি তাহাতে ক্ষতি?
শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতি।
“আমার গৌরব তাতে সামান্যই বাড়ে
তোমার গৌরব তাহে একেবারেই ছাড়ে”।
৪। যে কোন একটি ভাব-সম্প্রসারণ কর:
(ক) যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা চাই তাহা পাই না।
(খ) দুর্ণীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায়।
৫। যে কোন একটি বিষয়ে প্রতিবেদন রচনা কর:
(ক) মনে কর তুমি অশ্রু, আকাশছোয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ইন্টারনেট প্রযুক্তির উপর
একটি প্রতিবেদন লেখ।
(খ) মনে কর তুমি তিতাস, স্বপ্নীল উচ্চ বিদ্যালয়ের ছাত্র। বিদ্যালয়ে অনুষ্ঠান সম্পর্কে
একটি প্রতিবেদন লেখ।
৬। যে কোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর:
(ক) বাংরাদেশের ঋতু বৈচিত্র
(খ) কৃষিক্ষেত্রে বিজ্ঞান
(গ) ডিজিটাল বাংলাদেশ
নির্বাচনী পরীক্ষা-২০১৭ ইং
বিষয়ঃ বাংলা দ্বিতীয় পত্র শ্রেণীঃ দশম
সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট পূর্ণমানঃ ৭০
১। যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখ:
(ক) আমার প্রিয় শিক্ষক।
(খ) বাংলা নববর্ষ
২। যে কোনো একটি বিষয়ে পত্র লেখ:
(ক) মনে কর, তুমি প্রণয়। নিরক্ষরতা দূরীকরণের তাৎপর্য বর্ণনা করে বন্ধু প্রণিতের
নিকট একখানা পত্র লেখ।
(খ) মনে কর তুমি গাইবান্ধা জেলার সোনাই ডাঙ্গা গ্রামের মিঠু। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি
রোধকল্পে জনমত তৈরি করার জন্য সংবাদপত্রে পকাশের জন্য একখানা পত্র লেখ।
৩। যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
(ক) সারাংস লেখ:
মানুষ সৃষ্টির শ্রেষ্ট প্রাণী। জগতের অন্যান্য প্রাণীর সহিত মানুষের পার্থক্যের কারণ- মানুষ
বিবেক অধিকারী। এই বিবেক, বুদ্ধি ও জ্ঞান নাই বলিয়া আর সকল প্রাণী মানুষ অপেক্ষা
নিকৃষ্ট। জ্ঞান ও মনুষ্যত্বের উৎকর্ষ সাধন করিয়া মানুষ জগতের বুকে অক্ষয় কীর্তি স্থাপন
করিয়াছে, জগতের কল্যান সাধন করিতেছে। পশুবল বা অর্থবল মানুষকে মহৎ করিতে
পারে না। মানুষ বড় হয় জ্ঞান ও মনুষ্যত্বে বিকাশে। জ্ঞান মনুষ্যত্বের প্রকৃত বিকাশে
জাতীর জীবন উন্নত হয়। প্রকৃত মানুষই জাতীয় জীবনের প্রতিষ্ঠা ও উন্নয়ন আনায়নে
সক্ষম।
(খ) সারমর্ম লেখ:
“বসুমতি, কেন তুমি এতই কৃপণ?
কত খোঁড়াখুঁড়ি করি পাই- শস্যক না।
দিতে যদি হয় দে-মা, পসন্ন সাহস-
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?
বিনা চাষে শস্য দিলে কি তাহাতে ক্ষতি?
শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতি।
“আমার গৌরব তাতে সামান্যই বাড়ে
তোমার গৌরব তাহে একেবারেই ছাড়ে”।
৪। যে কোন একটি ভাব-সম্প্রসারণ কর:
(ক) যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা চাই তাহা পাই না।
(খ) দুর্ণীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায়।
৫। যে কোন একটি বিষয়ে প্রতিবেদন রচনা কর:
(ক) মনে কর তুমি অশ্রু, আকাশছোয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ইন্টারনেট প্রযুক্তির উপর
একটি প্রতিবেদন লেখ।
(খ) মনে কর তুমি তিতাস, স্বপ্নীল উচ্চ বিদ্যালয়ের ছাত্র। বিদ্যালয়ে অনুষ্ঠান সম্পর্কে
একটি প্রতিবেদন লেখ।
৬। যে কোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর:
(ক) বাংরাদেশের ঋতু বৈচিত্র
(খ) কৃষিক্ষেত্রে বিজ্ঞান
(গ) ডিজিটাল বাংলাদেশ
0 Comments