Header Ads Widget

Responsive Advertisement

Class five math exam model qustion-2017

ইক্রা মুসলিম শিশু একাডেমী
প্রাথমিক শিক্ষা সমাপনী (সাপ্তাহিক পরীক্ষা)-২০১৭
শ্রেণীঃ ৫ম                      বিষয়ঃ গণিত
সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট                  পূর্ণমানঃ ১০০
[ বিঃ দ্রঃ সকল প্রশ্নের উত্তর দিতে হবে ]

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ:                             ১দ্ধ২৪=২৪
১. ৫২৬৫৫ তে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
   (ক) ৬৫৫        (খ) ৫৫            (গ) ৫        (ঘ) ০
২. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১২, ১৮, ২৪ কে নিঃশেষে ভাগ করা যায়?
   (ক) ২            (খ) ৩            (গ) ৪        (ঘ) ৬
৩. একটি বইয়ে ১৯২ টি পাতা আছে। এরূপ ১১৫টি বইয়ে কতটি পাতা আছে?
   (ক) ২২০৮০        (খ) ২১৮৮৮        (গ) ২১০৮০    (ঘ) ২০০৮০
৪. একটি বাঁশের  অংশ কাদায়,  অংশ পানিতে এবং বাকি অংশ পানির উপরে আছে। পানির উপরে কত
    অংশ আছে?
   (ক)          (খ)              (গ)          (ঘ) 
৫. দুই সংখ্যার গুনফল ১০  । একটি হলে অপরটি কত?
   (ক) ১০            (খ) ৮            (গ)          (ঘ) 
৬. ০.৪ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
   (ক) ০.০৪%        (খ) ৪%            (গ) ৪০%        (ঘ) ২৫%
৭. ০.৩স্ট০৫ = কত?
   (ক) .০৬        (খ) .১৫            (গ) .৬        (ঘ) ১.৫
৮.     ০.৭৫ লিটার =কত মিলি?
   (ক) ৭৫০        (খ) ৭০০            (গ) ৭২০        (ঘ) ৮৫০
৯. রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কত কোনে সমদ্বিখন্ডিত করে?
   (ক) ৪৬ক্ক         (খ) ৯০ক্ক                           (গ)  ১২০ক্ক           (ঘ) ১৫০ক্ক
১০. ৫-৯, ১০-১৪ ভিত্তিতে গঠিত সারণি কোনটি?
   (ক) ঘটন সংখ্যা        (খ) অবিন্যস্ত        (গ) বিন্যস্ত    (ঘ) শ্রেণী ব্যবধান
১১. ১ দিনকে সেকেন্ডে পরিণত করলে কত সেকেন্ডে হবে?
    (ক) ৬০        (খ) ৩৬০০        (গ) ৮৬৪০০    (ঘ) ৮৬৫০০০০
১২. ১৫% মুনাফায় ৫০০ টাকার ৪ বছরের মুনাফা কত টাকা?
    (ক) ২০০        (খ) ৩০০            (গ) ৪০০        (ঘ) ৫০০
১৩. ৩০ জন লোকের যে খাদ্য ১৫ দিন চলে, কতজন লোকের ঐ খাদ্য ১০ দিন চলবে?
    (ক) ৭৫        (খ) ৬৫            (গ) ৫৫        (ঘ) ৪৫
১৪.  (ক+৭) স্ট ৪ =৩ হলে, ক = কত?
    (ক) ৩                         (খ) ৪                              (গ) ৫                (ঘ) ৭
১৫. বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ ৫ মিটার হলে, ক্ষেত্রফল কত বর্গমিটার?
     (ক) ৫        (খ) ১৫            (গ) ২০        (ঘ) ২৫
১৬. নিচের কোন মাসটি ৩১ দিনের?
     (ক) ভাদ্র        (খ) আশ্বিন        (গ) কার্তিক    (ঘ) অগ্রাহায়ন
১৭. ২৮৯ কেজি থেকে ১৬৬ কেজি ৮০০ গ্রাম বিয়োগ করলে নিচের কোনটি হবে?
     (ক) ১২০ কেজি        (খ) ১২১ কেজি       (গ) ১২১ কেজি ২০০ গ্রাম      (ঘ) ১২২ কেজি ২০০ গ্রাম
১৮. ৮ + ৭ =১৫; এর সমাধানে ক্যালকুলেচর এ কয়টি বোতাম চাপতে হবে?
     (ক) ৫ টি        (খ) ৬টি            (গ) ৭টি         (ঘ) ৮ টি
১৯.   স্ট ৩ = কত?
     (ক)          (খ)              (গ)          (ঘ) 
২০.   মিশ্র ভগ্নাংশ কোনটি?
     (ক) ১১         (খ) ৭         (গ) ২         (ঘ) ১১
২১. বৃত্তের বৃহত্তম জ্যাকে কী বলে?
     (ক) বৃত্তচাপ        (খ) ব্যাসার্ধ        (গ) ব্যাস        (ঘ) অর্ধবৃত্ত
২২. জনসংখ্যার ঘনত্ব = কোনটি?
     (ক) জনসংখ্যা স্টআয়তন              (খ) আয়তন স্টজনসংখ্যা    
     (গ) পুরুষের সংখ্যাস্টনারীর সংখ্যা         (ঘ) কোনটিই নয়
২৩. কোনটি কম্পিউটারের মূল অংশ?
     (ক) কীবোর্ড               (খ) মাউস        (গ) স্পিকার        (ঘ) মেমোরী
২৪. কোন প্রক্রিয়ার কাজ সর্বপ্রথম করতে হয়?
      (ক) স্ট                   (খ) দ্ধ                    (গ) +                             (ঘ) -

২। সংক্ষেপে উত্তর দাও:                                 ১দ্ধ১০=১০
    (ক) ৭ এর প্রথম চারটি গুনিতক লিখ।
    (খ) চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল ৯ লক্ষ হবে?
    (গ) একটি সংখ্যার ৪ গুন ২৫৬ হলে, সংখ্যাটি কত?
    (ঘ) ০.০৭স্ট১০= কত?
    (ঙ)  কে মিশ্র ভগ্নাংশে পরিণত কর।
    (চ) ৪ সন্তান এবং তাদের পিতার গড় বয়স ১৭ বছর হলে তাদের বয়সের সমষ্টি কত?
    (ছ) ৫৫.৩৬ স্ট ১০ = কত?
    (জ) একজন শ্রমিকের দৈনিক আয় ১৭৫ কটাকা হলে তার ১ সপ্তাহেরআয় কত?
    (ঝ) ১ শতাব্দী কত বছর?
    (ঞ) ৫% লাভ কথাটির অর্থ কী?
৩। পিতা ও কন্যার বয়সের সমিষ্টি ৮০ বছর। পিতার বয়স কন্যার বয়সের ৪ গুন।
     (ক) কন্যার বয়স কত?                                     ২
     (খ) পিতার বয়স কত?                                     ২
   (গ) ৪ বছর পর পিতা ও কন্যার বয়সের সমিষ্টি কত হবে?                                 ২
   (ঘ) পিতা ও কন্যার বর্ত মান বয়সের সমাধান কত?
অথবা, মীনার নিকট ৫৯৮৭ টাকা আছে। রাজুর নীকট মীনা অপেক্ষা ২৫০ টাকা কম আছে। রনির নিকট
        রাজু অপেক্ষা ৯৮৫ ট্ক্ বেশি আছে।
    (ক) রাজুর নিকট কত টাকা আছে?                                 ২
    (খ) মীনা বই মেলা থেকে ৭৮৯ টাকার বই ক্রয় করল। তার নিকট কত টাকা রইল।                 ২
    (গ) রনির নিকট কত টাকা আছে?                                 ২
    (ঘ) তাদের তিন জনের নিকট মোট কত টাকা আছে?                         ২
৪। ৩৫ ও ২১ দুইটি বিজোড় সংখ্যা।
    (ক) ৩৫ এর গুননীয়ক গুলো লেখ।                                 ২
    (খ) ২১ কএর দুইটি গুণিতক লেখ।                                 ২
    (গ) সংখ্যা দুটির ল.সা.গু নির্ণয় কর।                                 ২
    (ঘ) প্রদত্ত¡ সংখ্যা দুটির গ.সা.গু কত?                                 ২
অথবা, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুনফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুনফল ৬৩।
    (ক) দুটি সংখ্যার ল.সা.গু ৩৮৫ ও গ.সা.গু ১১ হলে সংখ্যা দুটির গুনফল কত?                 ২
    (গ) দ্বিতীয় সংখ্যাটি কত?                                      ৩
    (ঘ) ৪৮, ৭২, ১৬০, ২৪০ এর গ.সা.গু নির্ণয় কর।                             ৩
৫। দুইটি ভগ্নাংশের যোগফল ১০ এর বড় সংখ্যাটি ৫ ।
    (ক) বড় সংখ্যাটি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ কর।                             ২
    (খ) ছোট ভগ্নাংশটি কত?                                     ৩
    (গ) ভগ্নাংশ দুইটির পার্থক্য নির্ণয় কর।                                 ৩
অথবা, হাবিব সাহেব তার সম্পত্তির   অংশ ছেলেকে  মেয়েকে এবং বাকি অংশ স্ত্রীকে ভাগ করে দিলেন।
    (ক) অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে?                                 ২
    (খ) ছেলে ও মেয়ে একত্রে কত অংশ পেল?                             ৩
    (গ) তার স্ত্রী সম্পত্তির কত অংশ পেলেন?                             ৩
৬। পিতা ও তিন পুত্রের বয়সের গড় ২১ বছর। মাতা ও তিন পুত্রের বয়সের গড় ১৮ বছর। মাতার
     বয়স ৩৬ বছর।
    (ক) তিন পুত্রের বয়সের গড় কত?                                 ৪
    (খ) পিতার বয়স কত?                                     ২
    (গ) পিতা, মাতা ও তিন পুত্রের বয়সের গড় কত?                             ২
অথবা, তেরটি সংখ্যার যোগফল ১৯২৪। এদের প্রথশ সাতটি সংখ্যার গড় ১৭২।
    (ক) শেষ ছয়টি সংখ্যার গড় কত?                                 ২
    (খ) সবগুরো সংখ্যার গড় কত?                                 ২
    (গ) প্রথম ছয়টি সংখ্যার গড় ১৭০ হলে সপ্তম সংখ্যাটি কত?                         ২
    (ঘ) তের তম সংখ্যাটি ১২৪ হলে প্রথম বার তম সংখ্যার গড় কত?                     ২
৭। একটি গাড়ি এক ঘন্টায় ৪২.৮ কি. মি. যায়। ১৫.৫ ঘন্টায় গাড়িটি কত কি.মি. যায়?                 ৮
অথবা, বাগানবাড়ির মোট জনসংখ্যা ১২৮০ জন। তার মধ্যে ৪০% লোক শিক্ষিত। শিক্ষিত লোকের
        সংখ্যা নির্ণয় কর।                                     ৮

৮। যেকোন দুইটি প্রশ্নের উত্তর দাও:                               ২দ্ধ৫=১০
     (ক) ৩ সে.মি দৈর্ঘ বিশিষ্ট একটি বর্গ আঁক।
     (গ) একটি বৃত্ত আঁক। বৃত্তটির ব্যাস, ব্যাসার্ধ ও ব্যাস ভিন্ন আরেকটি জ্যা চিহ্নিত কর এবং বিশিষ্ট লিখ।
৯। একটি ঘরের মেঝের দৈর্ঘ ১৬ মিটার ও প্রস্থ ১২ মিটার।
   (ক) ঐ ঘরের মেঝের ক্ষেত্রফল কত?                                 ৩
   (খ) যদি ঐ ঘরের মেঝে ট্যালি দ্বারা ঢাকতে চাও তাহলে ১ তবর্গ মিটারের ট্যালি কত ট্যালি লাগবে?      ২
   (গ) যদি ১ বর্গমিটারের ১টি ট্যালিল মূল্য ২০০ টাকা হয় তাহলে ২টি ঘরের মেঝে ট্যঅলি দিয়ে ঢাকতে
         ট্যালি বাবদ কত ঠাকা খরচ হবে?                                 ৩
অথবা, একটি ত্রিভুজের উচ্চতা ০.৮ কি.মি এবং এর ক্ষেত্রফল ১.২ বর্গ কি.মি হলে এর ভূমি কত কি.মি?    ৮
১০। ২০ জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। উপাত্তসমূহ বিন্যস্ত করঃ             ৮
   ৭৫, ৬৩, ৭৫, ৭৫, ৭১, ৭৫, ৬৩, ৭২, ৭২, ৬৯, ৭২, ৭০, ৬১, ৭৫, ৬০, ৭১, ৬৯, ৬৩, ৬৫, ৬৯
অথবা, একটি গ্রামের আয়তন ১৫ বর্গ কি.মি. এবং জন্মসংখ্যা ১৮০০ জন। ঐ গ্রামের জনসংখ্যার ঘনত্ব
         নির্ণয় কর।                                         ৮

Post a Comment

0 Comments